সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট কেন্দ্রে জামায়াত ইসলামীর কর্মী শাহাবুল ইসলামকে (৩৮) কুপিয়ে হত্যার ঘটনায় থানা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের ১০ বছর পর নিহত শাহাবুল ইসলামের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ মামলা করেন।
গতকাল মঙ্গলবার রাতে হত্যা মামলাটি রেকর্ড করেন সুন্দরগঞ্জ থানা-পুলিশ। মামলায় আওয়ামী লীগের ৭৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়।
মামলায় ২০১৬ সালে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান শাহাবুল ইসলাম (৩৮) ও মিজানুর রহমান (৩২)। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সংঘবদ্ধ হয়ে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৪০–৫০ লোকজন মিজানুর রহমানের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।
একপর্যায়ে মিজানুরকে হত্যার উদ্দেশ্যে রাম দা, ছুরি ও লাঠি দিয়ে পুরো শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় মিজানুর মাটিতে লুটিয়ে পড়লে বাদীর বড় ভাই শাহাবুল ইসলাম রক্ষা করার চেষ্টা করেন। এ সময় উল্লেখিত আসামিরা শাহাবুল ইসলামকে এলোপাতাড়ি ছুরি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে।
ঘটনার সময় আসামিরা গুরুতর আহত মিজানুরকে মৃত ভেবে রেখে চলে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত মিজানুর ও শাহাবুল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়।
হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর পরিবারের পক্ষে তাঁর ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করেন থানা-পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করেন কোর্ট জি আরও উপপরিদর্শক কামাল হোসেন। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট কেন্দ্রে জামায়াত ইসলামীর কর্মী শাহাবুল ইসলামকে (৩৮) কুপিয়ে হত্যার ঘটনায় থানা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের ১০ বছর পর নিহত শাহাবুল ইসলামের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ মামলা করেন।
গতকাল মঙ্গলবার রাতে হত্যা মামলাটি রেকর্ড করেন সুন্দরগঞ্জ থানা-পুলিশ। মামলায় আওয়ামী লীগের ৭৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়।
মামলায় ২০১৬ সালে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান শাহাবুল ইসলাম (৩৮) ও মিজানুর রহমান (৩২)। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সংঘবদ্ধ হয়ে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৪০–৫০ লোকজন মিজানুর রহমানের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।
একপর্যায়ে মিজানুরকে হত্যার উদ্দেশ্যে রাম দা, ছুরি ও লাঠি দিয়ে পুরো শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় মিজানুর মাটিতে লুটিয়ে পড়লে বাদীর বড় ভাই শাহাবুল ইসলাম রক্ষা করার চেষ্টা করেন। এ সময় উল্লেখিত আসামিরা শাহাবুল ইসলামকে এলোপাতাড়ি ছুরি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে।
ঘটনার সময় আসামিরা গুরুতর আহত মিজানুরকে মৃত ভেবে রেখে চলে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত মিজানুর ও শাহাবুল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়।
হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর পরিবারের পক্ষে তাঁর ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করেন থানা-পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করেন কোর্ট জি আরও উপপরিদর্শক কামাল হোসেন। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
৩ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৯ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২৬ মিনিট আগে