রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সরকারের হাতে বাংলাদেশি টাকাও নেই, বিদেশি ডলারও নেই, সরকার অর্থ কষ্টে ভুগছেন। জনগণের কাছ থেকে সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করছেন, একেক সময় একেক ধরনের অজুহাত দিচ্ছেন। কখনো আইএমএফ এর অজুহাত কখনো ইউক্রেন যুদ্ধের অজুহাত।’
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মহানগরীর সেনপাড়ায় পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘সরকারের হাতে টাকা না থাকায় ইউক্রেন যুদ্ধ ও আইএমএফ এর অজুহাত দিয়ে সরকার বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে।’
জিএম কাদের আরও বলেন, ‘দ্রব্যমূল্য বাড়াবেন সেটা ঠিক আছে। কিন্তু দেশের মানুষকে মেরে ফেলে তো আপনারা রাজনীতি করতে পারেন না। আপনাকে দেখতে হবে, যেটা বাড়াচ্ছি সেটা যদি জনগণ সহ্য করতে না পারে তাহলে অন্য বিকল্প নিতে হবে। অন্যান্য দেশে ক্যাশ ইনসেনটিভ দেওয়া হচ্ছে। মানুষকে নানাভাবে টাকা দেওয়া হচ্ছে। আমাদেরকেও তো কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে।’
জিএম কাদের বলেন, ‘জন বিচ্ছিন্ন উন্নয়ন আমরা চাই না। জনগণের কল্যাণ কবে হবে আমরা জানি না। কিন্তু বড় বড় প্রজেক্ট হচ্ছে। বিভিন্নভাবে সেগুলোতে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। এ রকম অভিযোগ আসছে। অনেক চুক্তি করা হচ্ছে যেগুলো দেশের স্বার্থ বিরোধী। জনগণের স্বার্থ বিরোধী। সরকারকে এসব থেকে বেরিয়ে আসতে হবে। জনগণকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তা না হলে সামনের দিকে আরও খারাপ দিন আসবে বলে আমরা আশঙ্কা করছি।’
বিরোধী জোটের ওপর দমন পীড়নের কঠোর সমালোচনা করে জিএম কাদের বলেন, ‘সবাইকে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে গণতন্ত্র রক্ষা হবে না। আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের ৮০ ভাগ মানুষই চায় না। তারা বিকল্প দলকে খুঁজছে। সে কারণেই জাতীয় পার্টি জনগণের কাছে সেই বিকল্প দল হিসেবে আস্থা নিতে কাজ করে চলেছে।’
এ সময় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, আদিলুর রহমান এমপি, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জেলা সদস্যসচিব হাজি আব্দুর রাজ্জাক, মহানগর সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, মহানগর ছাত্র সমাজ সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সরকারের হাতে বাংলাদেশি টাকাও নেই, বিদেশি ডলারও নেই, সরকার অর্থ কষ্টে ভুগছেন। জনগণের কাছ থেকে সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করছেন, একেক সময় একেক ধরনের অজুহাত দিচ্ছেন। কখনো আইএমএফ এর অজুহাত কখনো ইউক্রেন যুদ্ধের অজুহাত।’
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মহানগরীর সেনপাড়ায় পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘সরকারের হাতে টাকা না থাকায় ইউক্রেন যুদ্ধ ও আইএমএফ এর অজুহাত দিয়ে সরকার বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে।’
জিএম কাদের আরও বলেন, ‘দ্রব্যমূল্য বাড়াবেন সেটা ঠিক আছে। কিন্তু দেশের মানুষকে মেরে ফেলে তো আপনারা রাজনীতি করতে পারেন না। আপনাকে দেখতে হবে, যেটা বাড়াচ্ছি সেটা যদি জনগণ সহ্য করতে না পারে তাহলে অন্য বিকল্প নিতে হবে। অন্যান্য দেশে ক্যাশ ইনসেনটিভ দেওয়া হচ্ছে। মানুষকে নানাভাবে টাকা দেওয়া হচ্ছে। আমাদেরকেও তো কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে।’
জিএম কাদের বলেন, ‘জন বিচ্ছিন্ন উন্নয়ন আমরা চাই না। জনগণের কল্যাণ কবে হবে আমরা জানি না। কিন্তু বড় বড় প্রজেক্ট হচ্ছে। বিভিন্নভাবে সেগুলোতে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। এ রকম অভিযোগ আসছে। অনেক চুক্তি করা হচ্ছে যেগুলো দেশের স্বার্থ বিরোধী। জনগণের স্বার্থ বিরোধী। সরকারকে এসব থেকে বেরিয়ে আসতে হবে। জনগণকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তা না হলে সামনের দিকে আরও খারাপ দিন আসবে বলে আমরা আশঙ্কা করছি।’
বিরোধী জোটের ওপর দমন পীড়নের কঠোর সমালোচনা করে জিএম কাদের বলেন, ‘সবাইকে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে গণতন্ত্র রক্ষা হবে না। আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের ৮০ ভাগ মানুষই চায় না। তারা বিকল্প দলকে খুঁজছে। সে কারণেই জাতীয় পার্টি জনগণের কাছে সেই বিকল্প দল হিসেবে আস্থা নিতে কাজ করে চলেছে।’
এ সময় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, আদিলুর রহমান এমপি, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জেলা সদস্যসচিব হাজি আব্দুর রাজ্জাক, মহানগর সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, মহানগর ছাত্র সমাজ সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৫ মিনিট আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
১ ঘণ্টা আগে
দেশনেত্রী খালেদা জিয়া একটা কথা বলে গেছেন—বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। সব রং মিলে রংধনু হয়েছে, সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
২ ঘণ্টা আগে