
নীলফামারীর ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজারে অভিযান চালিয়ে ৩০ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২০টির বেশি কাঁচা-পাকা স্থাপনা।
আজ শুক্রবার সকাল থেকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ওই বাজারে উচ্ছেদ অভিযান শুরু হয়। বাজারের ডিমলা-ডালিয়া সড়কের দক্ষিণ পাশে বুলডোজার দিয়ে অবৈধ কাঁচা ও পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শুটিবাড়ী বাজারের দেড় একর সরকারি জায়গা অবৈধভাবে দখল করে অনেকে ছোট-বড় পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন। অনেকে দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। এসব দখলদারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ দখল ছাড়তে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরে অবৈধ স্থাপনা সরানোর জন্য বাজার এলাকায় মাইকিং করা হয়। এর পরও কেউ জায়গা ছাড়তে চাননি।
ফলে প্রশাসনের পক্ষ থেকে আজ শুক্রবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে অবৈধভাবে দখল থেকে ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই জায়গার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার। তিনি আজকের পত্রিকাকে বলেন, শুটিবাড়ী বাজারে দেড় একর সরকারি জমি রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে