শিপুল ইসলাম, রংপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পাটির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা মাঠে বাদ জুম্মা নির্বাচনী পথসভায় আসা প্রায় ৭ হাজার মানুষকে ৪টি খাসি ও একটি গরু জবাই করে খাওয়ানো হয়।
এর আগেও আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তৃতীয় লিঙ্গকে নিয়ে মন্তব্য করায় তাঁকে ওই শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।
রাঙ্গার কয়েকজন কর্মী-সমর্থক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানান, শুক্রবারের পথসভার জন্য দুই তিন দিন আগে থেকে খাওয়ার ঘোষণা দিয়ে পুরো ইউনিয়নটির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল। পথসভায় অংশ নেওয়া মুসলিম ভোটারদের জন্য ৮ মণ ওজনের একটি গরু ও হিন্দু ভোটারদের জন্য ৪টি ছাগল জবাই করা হয়। অন্তত ২০ জন ব্যক্তি স্থানীয় ভোটারদের দাওয়াত ও খাবার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পথসভায় আসা কোলকোন্দ হিন্দুপাড়া এলাকার আলো রাণী আজকের পত্রিকাকে বলেন, ‘কাইলক্যা রাঙ্গার লোক হামার উত্তি বাড়ি বাড়ি ঢুকি দাওয়াত দিয়া গেইছে। আর কয়া গেইছে যে টাকা দিবে আর পোলাও ভাত খাওয়াইবে। কিন্তু মিটিং শ্যাষত পোলাও ভাত দিল, কিন্তু টাকা তো দিল না। ভোট যাক দেই, দেই, রাঙ্গার মিটিংগোত আসি তো পোলাও খাওয়া হইল।’
পথসভায় আসা কোলকোন্দ মাটিয়ালপাড়া এলাকার মিজানুর রহমান বলেন, ‘রাঙ্গা সাহেব খুব ভালো মানুষ। হামাকগুলাক কালকে (বৃহস্পতিবার) রাঙ্গা স্যারের লোকজন বাড়িত যায়া খাবার দাওয়াত দিয়া আসছে। যায় আসছে তাঁকে খাবার দেয় ছোল।’
কথা হয় পিরের হাট এলাকার বক্কত উল্লার নামে এক ভোটারের সঙ্গে। তিনি বলেন, ‘সেই ৩ দিন থাকি বাড়ি বাড়ি যায়া দাওয়াত দিয়া আসছে বাহে, সবাকে নাকি বসে খাওয়াইবে, তা এটে আসি খাবার নিয়া যে ঠ্যালাঠেলি।’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্নার সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। সব তথ্য সংগ্রহ করেছি, নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে দেওয়া হয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পাটির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা মাঠে বাদ জুম্মা নির্বাচনী পথসভায় আসা প্রায় ৭ হাজার মানুষকে ৪টি খাসি ও একটি গরু জবাই করে খাওয়ানো হয়।
এর আগেও আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তৃতীয় লিঙ্গকে নিয়ে মন্তব্য করায় তাঁকে ওই শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।
রাঙ্গার কয়েকজন কর্মী-সমর্থক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানান, শুক্রবারের পথসভার জন্য দুই তিন দিন আগে থেকে খাওয়ার ঘোষণা দিয়ে পুরো ইউনিয়নটির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল। পথসভায় অংশ নেওয়া মুসলিম ভোটারদের জন্য ৮ মণ ওজনের একটি গরু ও হিন্দু ভোটারদের জন্য ৪টি ছাগল জবাই করা হয়। অন্তত ২০ জন ব্যক্তি স্থানীয় ভোটারদের দাওয়াত ও খাবার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পথসভায় আসা কোলকোন্দ হিন্দুপাড়া এলাকার আলো রাণী আজকের পত্রিকাকে বলেন, ‘কাইলক্যা রাঙ্গার লোক হামার উত্তি বাড়ি বাড়ি ঢুকি দাওয়াত দিয়া গেইছে। আর কয়া গেইছে যে টাকা দিবে আর পোলাও ভাত খাওয়াইবে। কিন্তু মিটিং শ্যাষত পোলাও ভাত দিল, কিন্তু টাকা তো দিল না। ভোট যাক দেই, দেই, রাঙ্গার মিটিংগোত আসি তো পোলাও খাওয়া হইল।’
পথসভায় আসা কোলকোন্দ মাটিয়ালপাড়া এলাকার মিজানুর রহমান বলেন, ‘রাঙ্গা সাহেব খুব ভালো মানুষ। হামাকগুলাক কালকে (বৃহস্পতিবার) রাঙ্গা স্যারের লোকজন বাড়িত যায়া খাবার দাওয়াত দিয়া আসছে। যায় আসছে তাঁকে খাবার দেয় ছোল।’
কথা হয় পিরের হাট এলাকার বক্কত উল্লার নামে এক ভোটারের সঙ্গে। তিনি বলেন, ‘সেই ৩ দিন থাকি বাড়ি বাড়ি যায়া দাওয়াত দিয়া আসছে বাহে, সবাকে নাকি বসে খাওয়াইবে, তা এটে আসি খাবার নিয়া যে ঠ্যালাঠেলি।’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্নার সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। সব তথ্য সংগ্রহ করেছি, নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে দেওয়া হয়েছে।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৭ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে