Ajker Patrika

কুড়িগ্রাম-রংপুর রেললাইনে নাশকতা, এক রাতে ১০ নাট-বল্টু উধাও 

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯: ১৬
কুড়িগ্রাম-রংপুর রেললাইনে নাশকতা, এক রাতে ১০ নাট-বল্টু উধাও 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাঁটমারী নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা ঠাঁটমারী বদ্ধভূমির কাছে রেললাইনের অন্তত ১০টি নাট-বল্টু খুলে ফেলে।

স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে আজ মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ঘটনাস্থল পরিদর্শন করে রেল বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক জানান, ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর ওপরের রেললাইনে নাট-বল্টু কে বা কারা খুলে নিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের একজন উপসহকারী প্রকৌশলী এটাকে চুরির ঘটনা বলে জানিয়েছেন। রেল বিভাগ লাইন মেরামত করেছে।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, বিষয়টি নাশকতা নয়। কে বা কারা নাটবোল্ট চুরি করেছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

রেলও‌য়ে সূ‌ত্রে জানা গে‌ছে, যথানিয়মে আজ মঙ্গলবার সকাল ৭টা ২০ মি‌নি‌টে আন্তনগর ট্রেন কু‌ড়িগ্রাম এক্স‌প্রেস এবং সোয়া ১০টার দি‌কে চিলমারী ক‌মিউটার লোকাল ট্রেন কু‌ড়িগ্রাম স্টেশন ছে‌ড়ে যায়। এরপর দুপু‌রে নাট-বল্টু খু‌লে থাকার বিষয়‌টি রেল বিভা‌গের নজ‌রে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ