Ajker Patrika

উলিপুর পৌর শহরেই পানিবন্দী অর্ধশতাধিক পরিবার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুর পৌর শহরেই পানিবন্দী অর্ধশতাধিক পরিবার

কুড়িগ্রামের উলিপুরে পৌর শহরেই ৬ নম্বর ওয়ার্ড (সদর) মুন্সিপাড়া এলাকার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে তারা এখন ঘর থেকে বের হতে পারছেন না। 

এ ছাড়া পৌর শহরের কোটি টাকার একমাত্র গরুর হাট পানিতে তলিয়ে যাওয়ায় হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। প্রতি সোমবার ও বৃহস্পতিবার করে এখানে হাট বসে থাকে। । চারদিকে পানি জমে থাকায় নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি কষ্ট করছেন বয়স্ক, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ লোকজনেরা। 

সরেজমিনে আজ সোমবার দুপুরে পৌরশহরের মুন্সিপাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতেই পানি জমে আছে। 

উলিপুর পৌর শহরের কোটি টাকার গরুর হাটটি পানিতে তলিয়ে গেছেএলাকাবাসী নুর ইসলাম, কাশেম মিয়া, রানা মিয়া, হান্নান মিয়া, মল্লিকা বেগম, রফিকুল ইসলাম, মোস্তা মিয়া, সোবহান আলী, মোন্তা মিয়া, হারেজ আলী, শাহ জামাল, নুর কাশেম বলেন, আমাদের সবার বাড়িতেই পানি। কয়েকজনের ঘরের ভেতরের পানি ঢুকেছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছি। অর্ধশতাধিক পরিবার আমরা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছি। যাতায়াতের একমাত্র রাস্তাটি কোমর পানিতে তলিয়ে গেছে। 

এলাকাবাসী মল্লিকা বেগম বলেন, ‘ঘরে পানি জমে থাকায় অন্যের বাড়িতে রাত কাটাচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থার না থাকায় পুত্রবধূকে তাঁর পিতার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া যাতায়াতের রাস্তাটি পানিতে তলিয়ে থাকায় কষ্ট বেড়েছে।’

এলাকাবাসী নুর আলম জানান, আমার পরিবারের ৫ জন সদস্য। বাচ্চারা খুবই ছোট। ঘরে পানি তাই অন্য একজনের বাড়িতে আশ্রয় নিয়েছি।

পৌরসভার মুন্সিপাড়া এলাকায় প্রায় অর্ধ-শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেনউলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী একান্ত বলেন, ‘পানির জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। ঘরে মধ্যেও পানি।’

এ বিষয়ে পৌর মেয়র মামুন সরকার মিঠু বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর সঙ্গে দেখা করেছি। পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করা হয়েছে। আশা করি তাদের দুর্ভোগ কমে যাবে। অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...