শিপুল ইসলাম, তারাগঞ্জ, (রংপুর)

রংপুরের তারাগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারণায় এবার রিকশা ভ্যানের বদলে ইজিবাইক বেশি ব্যবহার করা হচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকে ইজিবাইকের ওপর মাইক লাগিয়ে গ্রাম-গঞ্জে ঘুরে প্রতীক ও প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন প্রার্থীর কর্মীরা। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এ উপজেলায় ভোট হবে।
উত্তর জগদীশপুর গ্রামের ইজিবাইকচালক জাহাঙ্গীর আলম (৩৫) তাঁর ইজিবাইকে মাইক বেঁধে গানে গানে প্রার্থীর প্রচার চালাচ্ছেন। আজ বুধবার সকালে বরাতি বাজারে কথা হলে তিনি বলেন, ‘ভোট মানে তো কারও লাভ, কারও লস। ভোট আসি হামার লাভে হইচে। প্রত্যেক দিন মাইকিং করি এক হাজার টাকা কামাই হয়ছে। জায় হামার গাড়ি ভাড়া নেয়ছে, তায় তিন বেলার খাবারও দেয়ছে। দুইটা থাকি রাত আটটা পর্যন্ত মাইকিং করলে এক হাজার টাকাও পাওয়া যায়ছে। ভোট ছাড়া এ কামাই হইল না হয়।’
বেলতোলীর মোড়ে নির্বাচনী প্রচারের জন্য মাইক নিয়ে ইজিবাইকে বসেছিলেন রহিমাপুর গ্রামের আলেফ মিয়া (৪০)। তিনি জানান, নির্বাচনের কারণে এই আয়ের সুযোগ পাচ্ছেন তাঁরা। না হলে সারা দিনেও তাদের পাঁচ শ টাকা আয় হতো না।
মানিকা মিয়া পেশায় নর সুন্দর। পাশাপাশি বিয়েবাড়ি বিভিন্ন আচার অনুষ্ঠানে ঢাক ঢোল সানাই বাজায়। নির্বাচনী প্রচারণায় তাঁদের কদর বেড়েছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারণার জন্য তাদের ঘণ্টা, দিন হিসাবে ভাড়া করছেন। ইকরচালী ফকিরপাড়া গ্রামে ইজিবাইকে গান গানে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়। ওই সময় তিনি ইউপি সদস্য জিয়াউর রমানের পক্ষে ঢোলের তালে সানাই বাজিয়ে গান গেয়ে তাঁর গুনাবলীর বর্ণনা তুলে ধরে ফ্যান প্রতীকে ভোট প্রার্থনা করছেন। ‘ইকরচালীবাসী কয়, ফ্যান মার্কার হবে জয়। সবায় মিলি বাঁধমো জোট, ফ্যান মার্কায় দিমো ভোট।’ তাঁর এমন গানে মুখরিত হয়ে উঠে গ্রাম। নতুন ধারার গান শুনতে জরো হয় পথচারীরা। নির্বাচনী গানে ইকরচালীর মানুষেরা ক্ষণিক সময়ের জন্য ভিন্ন মাত্রার বিনোদন খুঁজে পায়।
মানিক মিয়া বলেন, ‘হামরা যে মার্কার টাকা পাই, ‘সেই মার্কার গান বাজাই। ভোট আইলে প্রার্থীরা হামাক ভাড়া করি নিয়া যায়। যার মার্কার গান বাজনা করি, তাঁর খাবারও খাই। একেক দিন একেক জন প্রার্থীর হয়া বাজনা বাজাই, প্রতীকে নিয়া গান করি। ভোট বেরাইলে তো আর এই কামাই হবার নেয়।
ইকরচালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন প্রামাণিক বলেন, ইজিবাইকে কম সময়ে বেশি এলাকায় প্রচারণা চালানো যায়। তাই নির্বাচনী প্রচারণায় আমরা মতো অন্য প্রার্থীরাও মাইকিংয়ে এবার ইজিবাইক ব্যবহার করছি।’

রংপুরের তারাগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারণায় এবার রিকশা ভ্যানের বদলে ইজিবাইক বেশি ব্যবহার করা হচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকে ইজিবাইকের ওপর মাইক লাগিয়ে গ্রাম-গঞ্জে ঘুরে প্রতীক ও প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন প্রার্থীর কর্মীরা। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এ উপজেলায় ভোট হবে।
উত্তর জগদীশপুর গ্রামের ইজিবাইকচালক জাহাঙ্গীর আলম (৩৫) তাঁর ইজিবাইকে মাইক বেঁধে গানে গানে প্রার্থীর প্রচার চালাচ্ছেন। আজ বুধবার সকালে বরাতি বাজারে কথা হলে তিনি বলেন, ‘ভোট মানে তো কারও লাভ, কারও লস। ভোট আসি হামার লাভে হইচে। প্রত্যেক দিন মাইকিং করি এক হাজার টাকা কামাই হয়ছে। জায় হামার গাড়ি ভাড়া নেয়ছে, তায় তিন বেলার খাবারও দেয়ছে। দুইটা থাকি রাত আটটা পর্যন্ত মাইকিং করলে এক হাজার টাকাও পাওয়া যায়ছে। ভোট ছাড়া এ কামাই হইল না হয়।’
বেলতোলীর মোড়ে নির্বাচনী প্রচারের জন্য মাইক নিয়ে ইজিবাইকে বসেছিলেন রহিমাপুর গ্রামের আলেফ মিয়া (৪০)। তিনি জানান, নির্বাচনের কারণে এই আয়ের সুযোগ পাচ্ছেন তাঁরা। না হলে সারা দিনেও তাদের পাঁচ শ টাকা আয় হতো না।
মানিকা মিয়া পেশায় নর সুন্দর। পাশাপাশি বিয়েবাড়ি বিভিন্ন আচার অনুষ্ঠানে ঢাক ঢোল সানাই বাজায়। নির্বাচনী প্রচারণায় তাঁদের কদর বেড়েছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারণার জন্য তাদের ঘণ্টা, দিন হিসাবে ভাড়া করছেন। ইকরচালী ফকিরপাড়া গ্রামে ইজিবাইকে গান গানে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়। ওই সময় তিনি ইউপি সদস্য জিয়াউর রমানের পক্ষে ঢোলের তালে সানাই বাজিয়ে গান গেয়ে তাঁর গুনাবলীর বর্ণনা তুলে ধরে ফ্যান প্রতীকে ভোট প্রার্থনা করছেন। ‘ইকরচালীবাসী কয়, ফ্যান মার্কার হবে জয়। সবায় মিলি বাঁধমো জোট, ফ্যান মার্কায় দিমো ভোট।’ তাঁর এমন গানে মুখরিত হয়ে উঠে গ্রাম। নতুন ধারার গান শুনতে জরো হয় পথচারীরা। নির্বাচনী গানে ইকরচালীর মানুষেরা ক্ষণিক সময়ের জন্য ভিন্ন মাত্রার বিনোদন খুঁজে পায়।
মানিক মিয়া বলেন, ‘হামরা যে মার্কার টাকা পাই, ‘সেই মার্কার গান বাজাই। ভোট আইলে প্রার্থীরা হামাক ভাড়া করি নিয়া যায়। যার মার্কার গান বাজনা করি, তাঁর খাবারও খাই। একেক দিন একেক জন প্রার্থীর হয়া বাজনা বাজাই, প্রতীকে নিয়া গান করি। ভোট বেরাইলে তো আর এই কামাই হবার নেয়।
ইকরচালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন প্রামাণিক বলেন, ইজিবাইকে কম সময়ে বেশি এলাকায় প্রচারণা চালানো যায়। তাই নির্বাচনী প্রচারণায় আমরা মতো অন্য প্রার্থীরাও মাইকিংয়ে এবার ইজিবাইক ব্যবহার করছি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে