পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ–বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁদের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এলাকাবাসী গণ-আবেদন করেছে।
উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন এবং প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০৭ জন এলাকাবাসী গণ-আবেদন করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি যোগসাজশ করে বিদ্যালয়টির লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো, বিদ্যালয়ের কমনরুম ও গ্যারেজ নির্মাণের নামে প্রকল্প তৈরি করে কোনো কাজ না করেই প্রকল্পের সব টাকা পকেটস্থ করা হয়। বিধিবহির্ভূতভাবে বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ বিক্রি করে প্রায় ৩ লাখ এবং সরকারি বরাদ্দের ৩ লাখ, বিদ্যালয়ের জমি লিজ ও দোকানঘর ভাড়ার জমানো প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। তা ছাড়া বিদ্যালয়ের ল্যাব. সহকারী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও পিয়ন পদে নিজেদের লোক নিয়োগ দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
অভিযোগ বিষয়ে জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের মতামত জানতে তাঁর মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমি যত দিন ছিলাম বিদ্যালয়ের উন্নয়ন করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কেউ অভিযোগ করে থাকলে অভিযোগ বিষয়ে তদন্ত হোক। যদি অপরাধী হয়ে থাকি তাহলে বিচার হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ–বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁদের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এলাকাবাসী গণ-আবেদন করেছে।
উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন এবং প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০৭ জন এলাকাবাসী গণ-আবেদন করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি যোগসাজশ করে বিদ্যালয়টির লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো, বিদ্যালয়ের কমনরুম ও গ্যারেজ নির্মাণের নামে প্রকল্প তৈরি করে কোনো কাজ না করেই প্রকল্পের সব টাকা পকেটস্থ করা হয়। বিধিবহির্ভূতভাবে বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ বিক্রি করে প্রায় ৩ লাখ এবং সরকারি বরাদ্দের ৩ লাখ, বিদ্যালয়ের জমি লিজ ও দোকানঘর ভাড়ার জমানো প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। তা ছাড়া বিদ্যালয়ের ল্যাব. সহকারী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও পিয়ন পদে নিজেদের লোক নিয়োগ দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
অভিযোগ বিষয়ে জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের মতামত জানতে তাঁর মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমি যত দিন ছিলাম বিদ্যালয়ের উন্নয়ন করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কেউ অভিযোগ করে থাকলে অভিযোগ বিষয়ে তদন্ত হোক। যদি অপরাধী হয়ে থাকি তাহলে বিচার হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৭ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে