কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
লিটন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালের ২৮ জুন গ্রাম্য সালিসকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে বাবলু মৃত্যু বরণ করেন। পরে থানায় দায়ের করা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ৬ নম্বর আসামি করা হয়। ২০ মাস পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘তার (লিটন) বিরুদ্ধে হত্যা ও চেক ডিজনারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবগত। এরপরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হয় না, তা আমার বোধগম্য নয়।’
এদিকে ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
লিটন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালের ২৮ জুন গ্রাম্য সালিসকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে বাবলু মৃত্যু বরণ করেন। পরে থানায় দায়ের করা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ৬ নম্বর আসামি করা হয়। ২০ মাস পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘তার (লিটন) বিরুদ্ধে হত্যা ও চেক ডিজনারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবগত। এরপরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হয় না, তা আমার বোধগম্য নয়।’
এদিকে ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে