
যাত্রীবেশে ইজিবাইকে ওঠেন রাকিবুল ইসলাম রাকিব (২৯)। এরপর সুযোগ বুঝে হাতুড়ি দিয়ে চালকের মাথার পেছনে আঘাত করে তাঁকে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে রাকিবকে আটকের পর জ্ঞান হারানোর ভান করেন তিনি। পর স্থানীয়রা তাঁকে একটি পুকুরে নামিয়ে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট রোড এলাকা থেকে রাকিবকে উদ্ধার করে পুলিশ। আর চালককে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান।
রাকিবুল ইসলাম রাকিব (২৯) রংপুর মহানগরীর উত্তম হাজীরহাট এলাকার বাসিন্দা। ইজিবাইকচালকের নাম মোকছেদুল হক (৪২)। তাঁর বাড়ি উপজেলার মনিরাম হালমাঝিপাড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মাঠেরপাড় এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন। এমন সময় একজনের চিৎকার শুনতে পান তাঁরা। পরে মোকছেদুল হককে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন তাঁরা। এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা রাকিবকে আটক করে মারধরের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলার ভান করেন। এরপর স্থানীয়রা কাছে থাকা এক পুকুরে তাঁকে নামিয়ে দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, রাকিবুল ইসলাম পুলিশের হেফাজতে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে মোকছেদুল হকের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাঁর মাথায় যেভাবে আঘাত করা হয়েছে। এতে দুই চোখের দৃষ্টিশক্তি না-ও ফিরতে পারে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইজিবাইকচালক ও ছিনতাইকারী আমাদের হেফাজতে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ইজিবাইকচালক মোকছেদুল হকের বড় ছেলে লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে