লালমনিরহাটে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জাহেদুল ইসলাম (৩০), হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেকে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু (৪৫) ও টংভাঙ্গা এলাকার যুবলীগ কর্মী সফিকুল ইসলাম (৫৫)।
ওসি মাহমুদুন্নবী বলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আদালতে ৫৪ জনের নামসহ অজ্ঞাত প্রায় ২৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন বিএনপি নেতা আব্দুল ওহাব মন্ডল। আদালতের নির্দেশে গত ২৬ সেপ্টেম্বর সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
এ মামলায় অজ্ঞাতদের তালিকার অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও সফিকুল ইসলামকে গতকাল বুধবার রাতে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ভাঙচুরের মামলায় এই প্রথম ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২২ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪২ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে