নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। একই সঙ্গে হয়েছে শিলাবৃষ্টি। এতে গাছের আম আর মাঠের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে পানবরজ, ভুট্টাসহ বিভিন্ন ফসলেরও। গতকাল বুধবার বিকেলে রাজশাহীর অন্তত ছয়টি উপজেলায় এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়।
রাজশাহী মহানগর এলাকায় কোনো বৃষ্টি হয়নি। তবে দুই মিনিট ঝড় বয়ে গেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের বেশ কয়েকটি গাছ পড়ে গেছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের হিসাবে, বিকেল ৫টা ৮ থেকে ৫টা ১০ পর্যন্ত দুই মিনিট মহানগরের ওপর দিয়ে ঘণ্টায় ৪১ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যায়। এতেই প্যারিস রোডের গাছ পড়ে যায়।
জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী, পবা, তানোর, মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় কালবৈশাখী ঝড় হয়। এর মধ্যে গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর ও মোহনপুর উপজেলায় শিলাবৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট শিলাবৃষ্টিতে পথঘাট সাদা হয়ে যায়। এতে গাছের আম প্রচুর ঝরে পড়েছে। ধানগাছ ভেঙে পড়ে। অনেক খেতের পাকা ধান ঝরে যায়।
গোদাগাড়ীর কাঁকনহাটের ধানচাষি তরিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে প্রায় ১৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রতিটি বাগানে ঢিল পড়া হয়ে আম পড়ে ছিল। মাঠে মাঠে পাকা বোরো ধান ঝরে গেছে। যেসব খেতের ধানগাছ আকারে ছোট, সেগুলো মাঝামাঝি হয়ে ভেঙে পড়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান জানান, রাজশাহী মহানগর এলাকায় গতকাল বিকেলে কোনো বৃষ্টি হয়নি। দুই মিনিট শুধু ৪১ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে গেছে। তারা শুনেছেন যে, কয়েকটি উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে আম ঝরে পড়েছে। ধানখেতেরও কিছু ক্ষতি হয়েছে। তবে এতে উৎপাদনে ঘাটতি হবে না। এরপরও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন। সমন্বিত তথ্য প্রস্তুত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
উপপরিচালক মোজদার আরও বলেন, ‘শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ধানচাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। তবে আমের কোনো সমস্যা হবে না। আম এসব প্রাকৃতিক দুর্যোগ নিয়েই টিকে থাকে। বড় হয়।’

রাজশাহীতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। একই সঙ্গে হয়েছে শিলাবৃষ্টি। এতে গাছের আম আর মাঠের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে পানবরজ, ভুট্টাসহ বিভিন্ন ফসলেরও। গতকাল বুধবার বিকেলে রাজশাহীর অন্তত ছয়টি উপজেলায় এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়।
রাজশাহী মহানগর এলাকায় কোনো বৃষ্টি হয়নি। তবে দুই মিনিট ঝড় বয়ে গেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের বেশ কয়েকটি গাছ পড়ে গেছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের হিসাবে, বিকেল ৫টা ৮ থেকে ৫টা ১০ পর্যন্ত দুই মিনিট মহানগরের ওপর দিয়ে ঘণ্টায় ৪১ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যায়। এতেই প্যারিস রোডের গাছ পড়ে যায়।
জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী, পবা, তানোর, মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় কালবৈশাখী ঝড় হয়। এর মধ্যে গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর ও মোহনপুর উপজেলায় শিলাবৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট শিলাবৃষ্টিতে পথঘাট সাদা হয়ে যায়। এতে গাছের আম প্রচুর ঝরে পড়েছে। ধানগাছ ভেঙে পড়ে। অনেক খেতের পাকা ধান ঝরে যায়।
গোদাগাড়ীর কাঁকনহাটের ধানচাষি তরিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে প্রায় ১৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রতিটি বাগানে ঢিল পড়া হয়ে আম পড়ে ছিল। মাঠে মাঠে পাকা বোরো ধান ঝরে গেছে। যেসব খেতের ধানগাছ আকারে ছোট, সেগুলো মাঝামাঝি হয়ে ভেঙে পড়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান জানান, রাজশাহী মহানগর এলাকায় গতকাল বিকেলে কোনো বৃষ্টি হয়নি। দুই মিনিট শুধু ৪১ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে গেছে। তারা শুনেছেন যে, কয়েকটি উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে আম ঝরে পড়েছে। ধানখেতেরও কিছু ক্ষতি হয়েছে। তবে এতে উৎপাদনে ঘাটতি হবে না। এরপরও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন। সমন্বিত তথ্য প্রস্তুত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
উপপরিচালক মোজদার আরও বলেন, ‘শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ধানচাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। তবে আমের কোনো সমস্যা হবে না। আম এসব প্রাকৃতিক দুর্যোগ নিয়েই টিকে থাকে। বড় হয়।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪১ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে