নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

ফেসবুক লাইভে মন্ত্রীর নামে প্রভাব বিস্তারের অভিযোগ এনে নওগাঁর নিয়ামতপুরে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার রাতে তারা নিজ নিজ ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ) ও সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন (ঘোড়া)।
ফেসবুক লাইভে তাঁরা জানান–উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছেন। ইউপি চেয়ারম্যানদের ওপর প্রভাব বিস্তার করে নেতা-কর্মীদের জোর পূর্বক নিজের পক্ষে কাজ করাচ্ছেন। কাজ না করলে টিসিবি, ভিজিডি, ভিজিএফ বয়স্ক ও বিধবা ভাতা থেকে তাদের বঞ্চিত করা হবে বলে জানিয়ে তাঁরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
এদিকে নিয়ামতপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব (হেলিকপ্টার) ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন (আনারস) নির্বাচন বর্জন করবেন বলে ফেসবুকে একটি চিরকুট ছড়িয়ে পড়ে। তবে এটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন উভয় প্রার্থীর সমর্থকেরা। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনে থাকবেন বলেই বিশ্বাস তাদের।

ফেসবুক লাইভে মন্ত্রীর নামে প্রভাব বিস্তারের অভিযোগ এনে নওগাঁর নিয়ামতপুরে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার রাতে তারা নিজ নিজ ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ) ও সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন (ঘোড়া)।
ফেসবুক লাইভে তাঁরা জানান–উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছেন। ইউপি চেয়ারম্যানদের ওপর প্রভাব বিস্তার করে নেতা-কর্মীদের জোর পূর্বক নিজের পক্ষে কাজ করাচ্ছেন। কাজ না করলে টিসিবি, ভিজিডি, ভিজিএফ বয়স্ক ও বিধবা ভাতা থেকে তাদের বঞ্চিত করা হবে বলে জানিয়ে তাঁরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
এদিকে নিয়ামতপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব (হেলিকপ্টার) ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন (আনারস) নির্বাচন বর্জন করবেন বলে ফেসবুকে একটি চিরকুট ছড়িয়ে পড়ে। তবে এটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন উভয় প্রার্থীর সমর্থকেরা। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনে থাকবেন বলেই বিশ্বাস তাদের।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
১৪ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
২৮ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
৩৪ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৪৪ মিনিট আগে