Ajker Patrika

বগুড়ায় ব্যবসায়ীর কবজি ও পায়ের গোড়ালি কেটে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১: ১৮
বগুড়ায় ব্যবসায়ীর কবজি ও পায়ের গোড়ালি কেটে নেওয়ার অভিযোগ

বগুড়ায় পথ রোধ করে এক ব্যবসায়ীর দুই পায়ের গোড়ালি এবং এক হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীর নাম আশিক সরকার (৪০)। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলির এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। 

আশিক সরকার বানদীঘি মণ্ডলপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বিভিন্ন হাটে মৌসুমি মালামাল কেনাবেচা করেন। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শাহিনুজ্জামান বলেন, শাহীন ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে চার-পাঁচজন সন্ত্রাসী বাড়ির কাছাকাছি রাস্তার ওপর তাঁর পথ রোধ করে। এরপর তাঁকে ধরে রাস্তা থেকে দূরে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাঁ হাতের কবজি এবং দুই পায়ের গোড়ালি কেটে নেয়। এরপর তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামের লোকজন গোঙানির শব্দ পেয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় স্থানান্তর করা হয়। 

শাহিনুজ্জামান আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তবে কী কারণে হাত-পা কেটে আহত করা হয়েছে তা জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত