মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে শরিফ হোসেন সোনার (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ হোসেন সোনার স্থানীয় গ্রাম পুলিশ সাহাবুদ্দীন সোনারের ছেলে। শরিফ পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
এ ঘটনায় নিহত শরিফের বাবা সাহাবুদ্দীন সোনার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ সেলিনা ওরফে সেলি বিবি (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার বলেন, ‘গত বৃহস্পতিবার তুড়ুকবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছেলের সঙ্গে প্রতিবেশী সুলতান ও পারভেজের বিরোধ হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সে স্থানীয় জানবক্সের মোড়ে চা খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় সুলতান ও পারভেজ হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে জখম করে।’
সাহাবুদ্দীন সোনার আরও বলেন, ‘শরিফ জীবন বাঁচাতে দৌড়ে বাড়ির বারান্দায় এসে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’
এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামি সুলতানের মা সেলিনা বিবিকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে শরিফ হোসেন সোনার (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ হোসেন সোনার স্থানীয় গ্রাম পুলিশ সাহাবুদ্দীন সোনারের ছেলে। শরিফ পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
এ ঘটনায় নিহত শরিফের বাবা সাহাবুদ্দীন সোনার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ সেলিনা ওরফে সেলি বিবি (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার বলেন, ‘গত বৃহস্পতিবার তুড়ুকবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছেলের সঙ্গে প্রতিবেশী সুলতান ও পারভেজের বিরোধ হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সে স্থানীয় জানবক্সের মোড়ে চা খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় সুলতান ও পারভেজ হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে জখম করে।’
সাহাবুদ্দীন সোনার আরও বলেন, ‘শরিফ জীবন বাঁচাতে দৌড়ে বাড়ির বারান্দায় এসে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’
এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামি সুলতানের মা সেলিনা বিবিকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে