পাবনা ও চাটমোহর প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে রোগীর কাছে টাকা দাবির বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের এক সপ্তাহ পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরহাদ পারভেজ লিখনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে ৪ জুন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী রোগী হুমায়ূন রশিদ সোহাগ।
কমিটির বাকি দুই সদস্য হলেন মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক ও ডা. আসিফ উদ্দিন খান। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী রোগী হুমায়ূন রশিদ সোহাগ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের হাফিজুর রহমানের ছেলে।
লিখিত অভিযোগে জানা যায়, ময়লা পরিষ্কারের সময় কটনবার হুমায়ূন রশিদ সোহাগের কানের ভেতরে আটকে যায়। এতে কয়েক দিন ধরে অস্বস্তিতে ভুগছিলেন তিনি। বাধ্য হয়ে তিনি চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ৪ জুন বেলা ২টার দিকে হাসপাতালের বহির্বিভাগে গেলে তাঁকে পাঠানো হয় ২২ নম্বর কক্ষে নাক, কান গলা বিভাগে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাইফুল আযম তাঁর কান পরীক্ষা করে ‘কানের অবস্থা খারাপ করে ফেলছেন’ উল্লেখ করে ভয় ধরিয়ে দেন। পরে চিকিৎসককে কানের ভেতর থেকে কটনবারটি বের করে দিতে অনুরোধ করলে চিকিৎসক সাইফুল আযম ৩০০ টাকা দাবি করেন।
ভুক্তভোগী সোহাগ অভিযোগের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি হাসপাতালে সেবা নিতে টাকা দিতে হবে কেন জানতে চাইলে ওই চিকিৎসক রাগান্বিত স্বরে বলেন, কান থেকে তুলা বের করতে হলে ৩০০ টাকা দিতে হবে। না হলে এখান থেকে বের হন। আমি তাঁর এমন ব্যবহারে প্রতিবাদ করলে ওই চিকিৎসক ও তাঁর সহকারীরা উত্তেজিত হয়ে আমাকে অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি ওই চিকিৎসক ও তাঁর সহকারীদের বিচার চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বরাবর লিখিত অভিযোগ দিই। অভিযোগটি হাসপাতালের হেড ক্লার্ক নুরুল ইসলামের কাছে জমা দিই।’
ভুক্তভোগী সোহাগ আরও বলেন, ঘটনার এক সপ্তাহ পর আজ সকালে বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানলে দুপুরে তড়িঘড়ি করে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে চিকিৎসক সাইফুল আযম বলেন, ‘অভিযোগ সঠিক নয়। নাক, কান গলার চিকিৎসা করাতে যেসব যন্ত্রপাতির প্রয়োজন সেসব যন্ত্রপাতি হাসপাতালে নেই। আমার ব্যক্তিগত যন্ত্রপাতি দিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা দিই। অভিযোগকারীর কানের খুব গভীরে কটনবার গেছে, যেটা হাসপাতালে বের করা সম্ভব ছিল না। বাইরে থেকে করতে বলেছি। আর তাঁর সঙ্গে অশালীন বা খারাপ আচরণে কোনো কথা বলা হয়নি।’
সাইফুল আযম আরও বলেন, ‘অভিযোগকারী বিষয়টি নিয়ে অতিরঞ্জিত করছেন। আমি এরই মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল সাহেবের সঙ্গে কথা বলেছি। আমি তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।’
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তাঁর কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। লিখিত অভিযোগ না পেলে তো আমরা মুখের কথায় কোনো ব্যবস্থা নিতে পারি না।’
৪ জুন দেওয়া লিখিত অভিযোগ আজও ডা. ওমর ফারুক বুলবুলের কাছে পৌঁছায়নি কেন? বিষয়টি অনুসন্ধানে হেড ক্লার্ক নুরুল ইসলামের কাছে গেলে তিনি বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে, স্যারকেও ফাইলে করে দিয়েছি।’ পরে স্বাস্থ্য কর্মকর্তার কাছে গেলে তিনি বলেন, অভিযোগ তাঁর কাছে আসেনি। এ সময় হেড ক্লার্ককে ডেকে পাঠালে তিনি ফাইল নিয়ে এলে দেখা যায়, ওই ফাইলে লিখিত অভিযোগটি রয়েছে। তখন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘এটা তো আমাকে দেখানো হয়নি।’ এ সময় তাৎক্ষণিক তিনি ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন এবং বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে রোগীর কাছে টাকা দাবির বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের এক সপ্তাহ পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরহাদ পারভেজ লিখনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে ৪ জুন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী রোগী হুমায়ূন রশিদ সোহাগ।
কমিটির বাকি দুই সদস্য হলেন মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক ও ডা. আসিফ উদ্দিন খান। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী রোগী হুমায়ূন রশিদ সোহাগ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের হাফিজুর রহমানের ছেলে।
লিখিত অভিযোগে জানা যায়, ময়লা পরিষ্কারের সময় কটনবার হুমায়ূন রশিদ সোহাগের কানের ভেতরে আটকে যায়। এতে কয়েক দিন ধরে অস্বস্তিতে ভুগছিলেন তিনি। বাধ্য হয়ে তিনি চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ৪ জুন বেলা ২টার দিকে হাসপাতালের বহির্বিভাগে গেলে তাঁকে পাঠানো হয় ২২ নম্বর কক্ষে নাক, কান গলা বিভাগে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাইফুল আযম তাঁর কান পরীক্ষা করে ‘কানের অবস্থা খারাপ করে ফেলছেন’ উল্লেখ করে ভয় ধরিয়ে দেন। পরে চিকিৎসককে কানের ভেতর থেকে কটনবারটি বের করে দিতে অনুরোধ করলে চিকিৎসক সাইফুল আযম ৩০০ টাকা দাবি করেন।
ভুক্তভোগী সোহাগ অভিযোগের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি হাসপাতালে সেবা নিতে টাকা দিতে হবে কেন জানতে চাইলে ওই চিকিৎসক রাগান্বিত স্বরে বলেন, কান থেকে তুলা বের করতে হলে ৩০০ টাকা দিতে হবে। না হলে এখান থেকে বের হন। আমি তাঁর এমন ব্যবহারে প্রতিবাদ করলে ওই চিকিৎসক ও তাঁর সহকারীরা উত্তেজিত হয়ে আমাকে অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি ওই চিকিৎসক ও তাঁর সহকারীদের বিচার চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বরাবর লিখিত অভিযোগ দিই। অভিযোগটি হাসপাতালের হেড ক্লার্ক নুরুল ইসলামের কাছে জমা দিই।’
ভুক্তভোগী সোহাগ আরও বলেন, ঘটনার এক সপ্তাহ পর আজ সকালে বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানলে দুপুরে তড়িঘড়ি করে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে চিকিৎসক সাইফুল আযম বলেন, ‘অভিযোগ সঠিক নয়। নাক, কান গলার চিকিৎসা করাতে যেসব যন্ত্রপাতির প্রয়োজন সেসব যন্ত্রপাতি হাসপাতালে নেই। আমার ব্যক্তিগত যন্ত্রপাতি দিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা দিই। অভিযোগকারীর কানের খুব গভীরে কটনবার গেছে, যেটা হাসপাতালে বের করা সম্ভব ছিল না। বাইরে থেকে করতে বলেছি। আর তাঁর সঙ্গে অশালীন বা খারাপ আচরণে কোনো কথা বলা হয়নি।’
সাইফুল আযম আরও বলেন, ‘অভিযোগকারী বিষয়টি নিয়ে অতিরঞ্জিত করছেন। আমি এরই মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল সাহেবের সঙ্গে কথা বলেছি। আমি তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।’
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তাঁর কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। লিখিত অভিযোগ না পেলে তো আমরা মুখের কথায় কোনো ব্যবস্থা নিতে পারি না।’
৪ জুন দেওয়া লিখিত অভিযোগ আজও ডা. ওমর ফারুক বুলবুলের কাছে পৌঁছায়নি কেন? বিষয়টি অনুসন্ধানে হেড ক্লার্ক নুরুল ইসলামের কাছে গেলে তিনি বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে, স্যারকেও ফাইলে করে দিয়েছি।’ পরে স্বাস্থ্য কর্মকর্তার কাছে গেলে তিনি বলেন, অভিযোগ তাঁর কাছে আসেনি। এ সময় হেড ক্লার্ককে ডেকে পাঠালে তিনি ফাইল নিয়ে এলে দেখা যায়, ওই ফাইলে লিখিত অভিযোগটি রয়েছে। তখন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘এটা তো আমাকে দেখানো হয়নি।’ এ সময় তাৎক্ষণিক তিনি ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন এবং বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে