Ajker Patrika

বগুড়ার শেরপুরে চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৫: ৩৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে এক মোটরসাইকেল আরোহীর গলায় ধারালো চাকু ধরে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শাহ জামাল পেশায় একজন ট্রাক্টর ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী মো. শাহ জামাল বলেন, ধুনট থেকে ২০ হাজার টাকা নিয়ে ছোট ভাই মো. রকিসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বোয়ালকান্দি জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গলায় ধারালো চাকু ধরে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা দুটি মোটরসাইকেলে করে দ্রুত শেরপুর শহরের দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত