নাটোর প্রতিনিধি

দীর্ঘ সাত বছর পর আগামীকাল রোববার নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছে সাংসদ শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারীরা। আজ শনিবার দুই গ্রুপের এই মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতারা নাটোরে আসছেন। তাঁরা থাকবেন সরকারি সার্কিট হাউসে। আর এতে সার্কিট হাউসে অবস্থান করা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে। এই প্রতিযোগিতা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংসদ আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম শিমুল সার্কিট হাউসে অবস্থান করছিলেন।
দুই গ্রুপের এই মারামারিতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, প্রচার সম্পাদক মশিউর রহমান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তর, মো. মনজুরুল, শিমুল শাহিন, আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, তোতা মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তোতা মিয়ার অবস্থা গুরুতর। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষের জন্য সাংসদ শিমুল ও শরিফুল ইসলাম রমজান পরস্পরকে দায়ী করছেন। রমজানের দাবি, সার্কিট হাউসে প্রবেশপথেই পরিকল্পিতভাবে তাঁর কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সাংসদের লোকজন আবারও পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। যেকোনো সময় আমার কর্মীদের ওপর হামলা চালাতে পারে।
অন্যদিকে সাংসদ শিমুল বলেন, শান্তিপূর্ণ সম্মেলনকে বাধাগ্রস্ত করতে ও কেন্দ্রীয় নেতাদের সামনে বর্তমান নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে রমজানের কর্মীরা তাঁর কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে নেতা-কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ সার্কিট হাউসের অভ্যন্তরে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হন। বর্তমানে অতিরিক্ত পুলিশ সার্কিট হাউসের আশপাশে মোতায়েন আছে।

দীর্ঘ সাত বছর পর আগামীকাল রোববার নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছে সাংসদ শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারীরা। আজ শনিবার দুই গ্রুপের এই মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতারা নাটোরে আসছেন। তাঁরা থাকবেন সরকারি সার্কিট হাউসে। আর এতে সার্কিট হাউসে অবস্থান করা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে। এই প্রতিযোগিতা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংসদ আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম শিমুল সার্কিট হাউসে অবস্থান করছিলেন।
দুই গ্রুপের এই মারামারিতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, প্রচার সম্পাদক মশিউর রহমান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তর, মো. মনজুরুল, শিমুল শাহিন, আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, তোতা মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তোতা মিয়ার অবস্থা গুরুতর। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষের জন্য সাংসদ শিমুল ও শরিফুল ইসলাম রমজান পরস্পরকে দায়ী করছেন। রমজানের দাবি, সার্কিট হাউসে প্রবেশপথেই পরিকল্পিতভাবে তাঁর কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সাংসদের লোকজন আবারও পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। যেকোনো সময় আমার কর্মীদের ওপর হামলা চালাতে পারে।
অন্যদিকে সাংসদ শিমুল বলেন, শান্তিপূর্ণ সম্মেলনকে বাধাগ্রস্ত করতে ও কেন্দ্রীয় নেতাদের সামনে বর্তমান নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে রমজানের কর্মীরা তাঁর কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে নেতা-কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ সার্কিট হাউসের অভ্যন্তরে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হন। বর্তমানে অতিরিক্ত পুলিশ সার্কিট হাউসের আশপাশে মোতায়েন আছে।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৫ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩৩ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে