নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪১ জন বিএনপি নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে রাতেই কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তাঁদের বরণ করে নিতে মোটরসাইকেল শোভাযাত্রাও করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
দলীয় নেতাকর্মী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় সদর থানার ওসি ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার শতাধিক লোককে আসামি করে মামলা রুজু করা হয়। সংঘর্ষের দিনই অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা গত ১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৪ জানুয়ারি জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজসহ ৮০ জন নেতাকর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালতের বিচারক বিএনপির ৩১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ৪৯ জনের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, হাইকোর্টে সব আসামির জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার সন্ধ্যায় হাইকোর্ট থেকে জামিন আদেশ কারাগারে আসার পর রাতেই ওই ৪১ জনকে মুক্তি দেওয়া হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৯ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৩ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে