বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়িঘর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭) ও আব্দুর রহিম (২৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সঙ্গে জোয়াড়ী গ্রামের দুলাল হোসেনের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শুক্রবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
দুলাল হোসেন বলেন, ‘সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রির বিষয় নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহিদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব হয়। এসংক্রান্ত আট মিনিটের একটি ভিডিও প্রকাশ প্রায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান বিএনপির সন্ত্রাসীদের নিয়ে এসে জামাত আলী ও শহিদুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা আমার বাড়িতে হামলা চালায়। আমার ভাই কসের উদ্দিন বাধা দিলে তাঁকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাতিজারা একত্র হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’
সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন বলেন, ‘আমাদের আমবাগানে দুলাল হোসেনরা সব সময় অত্যাচার করে। প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের মারধর করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চায়ের স্টলে রাজনৈতিক আলাপ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুলাল হোসেন লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাতে ছয়জন আহত ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়িঘর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭) ও আব্দুর রহিম (২৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সঙ্গে জোয়াড়ী গ্রামের দুলাল হোসেনের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শুক্রবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
দুলাল হোসেন বলেন, ‘সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রির বিষয় নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহিদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব হয়। এসংক্রান্ত আট মিনিটের একটি ভিডিও প্রকাশ প্রায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান বিএনপির সন্ত্রাসীদের নিয়ে এসে জামাত আলী ও শহিদুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা আমার বাড়িতে হামলা চালায়। আমার ভাই কসের উদ্দিন বাধা দিলে তাঁকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাতিজারা একত্র হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’
সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন বলেন, ‘আমাদের আমবাগানে দুলাল হোসেনরা সব সময় অত্যাচার করে। প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের মারধর করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চায়ের স্টলে রাজনৈতিক আলাপ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুলাল হোসেন লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাতে ছয়জন আহত ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রায় ৯০ বছর বয়সী এই অসহায় বৃদ্ধা বসবাস করেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ঘেঁষা একটি ছোট, জীর্ণ ঘরই তাঁর একমাত্র আশ্রয়। নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও বন্যার দিনে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। জীবনের শেষ বয়সে তাঁর ভরসা বলতে একমাত্র ছেলে।
১ ঘণ্টা আগে
ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৭ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৭ ঘণ্টা আগে