Ajker Patrika

কৃষকেরা পেলেন ‘ভুদুম’ বাঁশের চারা

প্রতিনিধি, মান্দা (নওগাঁ) 
কৃষকেরা পেলেন ‘ভুদুম’ বাঁশের চারা

নওগাঁর মান্দায় বিরল প্রজাতির ‘ভুদুম’ বাঁশ রোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

সভায় ভুদুম বাঁশ রোপণ ও পরিচর্যা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন নিয়ামতপুর কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মান্দা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা অহিদুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্, কৃষক এহিয়া সরকার হীরা, ফিরোজ মিয়া, মাহবুব আলম ধলু প্রমুখ। 

শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ বলেন, ‘ভুদুম’ বিরল প্রজাতির একটি বাঁশ। বৈজ্ঞানিক জ্ঞান কাজে লাগিয়ে এ বাঁশের প্রতিটি গিঁট থেকে চারা তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ২৫ জন কৃষকের মাঝে এ বাঁশের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে আছে ৩৩ প্রজাতির বাঁশ। এর মধ্যে ‘ভুদুম বাঁশ’ সবচেয়ে বড় ও সুউচ্চ। এ বাঁশটির উচ্চতা ১৩০ ফুট এবং ব্যাস প্রায় দুই ফুট পর্যন্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত