Ajker Patrika

নদীর পানি প্রবাহে বাধা, চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
চিকনাই নদীর সোঁতি বাঁধ অপসারণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
চিকনাই নদীর সোঁতি বাঁধ অপসারণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিকনাই নদীতে একাধিক সোঁতি বাঁধ স্থাপন করেন একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সেখানে মাছ শিকার করত। সেগুলো অপসারণ করা জরুরি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, শুক্রবার ভ্রাম্যমাণ আদালত চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন। এ সময় স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন। এ বিষয়ে অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত