Ajker Patrika

বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৪: ৫৭
বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা গ্রেপ্তার

রাজশাহী বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর পাঠানপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। তাঁকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি নাদিম মোস্তফা। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ বানচাল করতে পুলিশ দলের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করেছে। এ জন্যই নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেছেন, সুনির্দিষ্ট মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারই নাদিম মোস্তফাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ