বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বনপাড়া পৌর এলাকার হারোয়া কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যাপারী (৪০) নামে নৌকার দুই কর্মীকে মারধর করা হয়েছে।
পরে আজিম সরকার বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হারোয়া কালীবাড়ি এলাকার আব্দুর রহমানসহ ১০ থেকে ১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় দোকানদার শিশির হোসের বলেন, গতকাল রাত সারে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নির্বাচনী আলোচনা শেষে সবাই চলে যান। ভোর ৫টার দিকে দেখা যায় নির্বাচনী ক্যাম্পটিতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা পুলিশকে খবর দেন।
আজিম সরকার বলেন, ‘গত বুধবার সকালে ট্রাক প্রতীকের কর্মী সুলতান হোসেন আমাকে নৌকার প্রচারণায় অংশ নিতে নিষেধ করে। আমি নিষেধ না শুনলে হুমকি দেয়। আজ শুক্রবার সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। আমাকে উদ্ধার করতে খোকন ব্যাপারী এগিয়ে আসলে তাকেও মারধর করে।’
ট্রাক প্রতীকের কর্মী সুলতান হেসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। এ ঘটনায় আমি কিছুই জানি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজিম সরকার বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বনপাড়া পৌর এলাকার হারোয়া কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যাপারী (৪০) নামে নৌকার দুই কর্মীকে মারধর করা হয়েছে।
পরে আজিম সরকার বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হারোয়া কালীবাড়ি এলাকার আব্দুর রহমানসহ ১০ থেকে ১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় দোকানদার শিশির হোসের বলেন, গতকাল রাত সারে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নির্বাচনী আলোচনা শেষে সবাই চলে যান। ভোর ৫টার দিকে দেখা যায় নির্বাচনী ক্যাম্পটিতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা পুলিশকে খবর দেন।
আজিম সরকার বলেন, ‘গত বুধবার সকালে ট্রাক প্রতীকের কর্মী সুলতান হোসেন আমাকে নৌকার প্রচারণায় অংশ নিতে নিষেধ করে। আমি নিষেধ না শুনলে হুমকি দেয়। আজ শুক্রবার সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। আমাকে উদ্ধার করতে খোকন ব্যাপারী এগিয়ে আসলে তাকেও মারধর করে।’
ট্রাক প্রতীকের কর্মী সুলতান হেসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। এ ঘটনায় আমি কিছুই জানি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজিম সরকার বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪০ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে