সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরু চোরের পিকআপভ্যানের চাকায় পৃষ্ট হয়ে গৃহবধূ নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার লতিফ হোসেন (৪৫), রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের জহিরুল শেখ (৩৫), বগুড়ার শাহজাহানপুর থানার চন্ডীবর গ্রামের আব্দুস ছালাম (৩৮) ও টাঙ্গাইলের ধনবাড়ি থানার বারইপাড়া গ্রামের মিন্টু মিয়া (৩৪)।
র্যাব জানায়, গতকাল বুধবার ভোরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের আমির চাঁনের বাড়িতে একদল চোর গরু চুরি করতে ঢুকে। তাঁরা গোয়াল ঘর থেকে চারটি গরুর মধ্যে দুটি গরু একটি পিকআপভ্যানে ওঠায়। এ সময় গরুর ডাকে আমির চাঁনের স্ত্রী সেলিনা খাতুন, তাঁর দুই ছেলে জুবায়ের ও ওয়ালিদ বাড়ির বাইরে এসে দেখে তাঁদের দুটি গরু পিকআপভ্যানে ওঠানো। তাঁদের উপস্থিতিতে চোরেরা দ্রুত গতিতে পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁরা পিকআপভ্যানটি থামানোর চেষ্টা করে। চোরেরা তাঁদের ধাক্কা দিয়ে পিকআপভ্যান নিয়ে পালিয়ে যায়। এতে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সেলিনা খাতুনের মৃত্যু হয়। আহত জুবায়েরকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত সেলিনা খাতুনের স্বামী আমির চাঁন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দস্যুতা এবং হত্যা করার অপরাধে একটি মামলা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতভর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি এবং ডাকাতির মামলা রয়েছে।

সিরাজগঞ্জে গরু চোরের পিকআপভ্যানের চাকায় পৃষ্ট হয়ে গৃহবধূ নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার লতিফ হোসেন (৪৫), রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের জহিরুল শেখ (৩৫), বগুড়ার শাহজাহানপুর থানার চন্ডীবর গ্রামের আব্দুস ছালাম (৩৮) ও টাঙ্গাইলের ধনবাড়ি থানার বারইপাড়া গ্রামের মিন্টু মিয়া (৩৪)।
র্যাব জানায়, গতকাল বুধবার ভোরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের আমির চাঁনের বাড়িতে একদল চোর গরু চুরি করতে ঢুকে। তাঁরা গোয়াল ঘর থেকে চারটি গরুর মধ্যে দুটি গরু একটি পিকআপভ্যানে ওঠায়। এ সময় গরুর ডাকে আমির চাঁনের স্ত্রী সেলিনা খাতুন, তাঁর দুই ছেলে জুবায়ের ও ওয়ালিদ বাড়ির বাইরে এসে দেখে তাঁদের দুটি গরু পিকআপভ্যানে ওঠানো। তাঁদের উপস্থিতিতে চোরেরা দ্রুত গতিতে পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁরা পিকআপভ্যানটি থামানোর চেষ্টা করে। চোরেরা তাঁদের ধাক্কা দিয়ে পিকআপভ্যান নিয়ে পালিয়ে যায়। এতে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সেলিনা খাতুনের মৃত্যু হয়। আহত জুবায়েরকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত সেলিনা খাতুনের স্বামী আমির চাঁন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দস্যুতা এবং হত্যা করার অপরাধে একটি মামলা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতভর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি এবং ডাকাতির মামলা রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।’
৩৯ মিনিট আগে
নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
১ ঘণ্টা আগে
তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার সকালে মেহেরপুরের তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র ঠান্ডায় স্কুলে যেতে দুর্ভোগে পড়েছে প্রাথমিক স্কুলের শিশুরা। সকালে হালকা কুয়াশা আর হিম বাতাসে কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে তারা।
১ ঘণ্টা আগে