নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জমি দখল, হামলা ও লুটপাটের বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক যুবদল নেতা। তাঁর নাম শাহিন আক্তার সাইদ। তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। নগরীর মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা শাহিন আজ শনিবার দুপুরে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে শাহিন আক্তার সাইদ বলেন, ৯ আগস্ট দুপুরে মেহেরচণ্ডী এলাকার নাসির, মামুন মাস্টার, মো. আলী, সজল, শাকিল, শাকিব, মনির, নবী, জামিল, বালিয়াপুকুর এলাকার সানি, জসিমসহ এলাকার ছাত্রলীগ ও যুবলীগের ৪৫ থেকে ৫০ জন হামলা চালিয়ে তাঁকে এবং তাঁর ছেলে ও বড় বোনকে বেদম মারধর করেন। আহত অবস্থায় তিনি হাসপাতালে গেলে জানতে পারেন, তাঁর বাসায় এরা আবারও পরপর তিনবার হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। পরে রাতে মেহেরচণ্ডী এলাকার জলিলের মোড়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাই ভাই আয়রন স্টোরে ভাঙচুরের পর সব মালামাল, কাগজপত্র ও দুই লাখ টাকা নিয়ে যায়।
শাহিন দাবি করেন, এলাকার কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলের নির্দেশে এই হামলা ও লুটপাট হয়েছে। কাউন্সিলর তাঁর পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। সেখানে তাঁর কার্যালয় স্থাপন করেছেন। কাউন্সিলর আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন হলেও কোয়েলের দৌরাত্ম্য কমেনি। ভুক্তভোগী শাহিন কোয়েলকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বিচার চান হামলা ও লুটপাটের।
অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলকে ফোন করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জমি দখল, হামলা ও লুটপাটের বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক যুবদল নেতা। তাঁর নাম শাহিন আক্তার সাইদ। তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। নগরীর মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা শাহিন আজ শনিবার দুপুরে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে শাহিন আক্তার সাইদ বলেন, ৯ আগস্ট দুপুরে মেহেরচণ্ডী এলাকার নাসির, মামুন মাস্টার, মো. আলী, সজল, শাকিল, শাকিব, মনির, নবী, জামিল, বালিয়াপুকুর এলাকার সানি, জসিমসহ এলাকার ছাত্রলীগ ও যুবলীগের ৪৫ থেকে ৫০ জন হামলা চালিয়ে তাঁকে এবং তাঁর ছেলে ও বড় বোনকে বেদম মারধর করেন। আহত অবস্থায় তিনি হাসপাতালে গেলে জানতে পারেন, তাঁর বাসায় এরা আবারও পরপর তিনবার হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। পরে রাতে মেহেরচণ্ডী এলাকার জলিলের মোড়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাই ভাই আয়রন স্টোরে ভাঙচুরের পর সব মালামাল, কাগজপত্র ও দুই লাখ টাকা নিয়ে যায়।
শাহিন দাবি করেন, এলাকার কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলের নির্দেশে এই হামলা ও লুটপাট হয়েছে। কাউন্সিলর তাঁর পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। সেখানে তাঁর কার্যালয় স্থাপন করেছেন। কাউন্সিলর আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন হলেও কোয়েলের দৌরাত্ম্য কমেনি। ভুক্তভোগী শাহিন কোয়েলকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বিচার চান হামলা ও লুটপাটের।
অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলকে ফোন করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে