নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সড়কে ডাকাতি হওয়া ধানবোঝাই ট্রাক, টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুন মণ্ডল ওরফে গদা (৩৫), ফিরোজ কাজী (২৭), আলমগীর হোসেন (৩৯), লিটন মণ্ডল (৩৫), নূর আলম (৩৫), মিলন হোসেন শান্ত (৩৬) ও ফিরোজ মণ্ডল (৫২)। তাঁরা নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, গত বৃহস্পতিবার রাতে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় থেকে একটি ধানবোঝাই ট্রাক নীলফামারীর উদ্দেশে রওনা হয়। বদলগাছী উপজেলার হর্টিকালচার এলাকায় পৌঁছালে রাত ১১টার দিকে পেছন থেকে একটি মিনি ট্রাকে করে আসা আট থেকে নয়জন ডাকাত পথ রোধ করে ট্রাকচালক ও চালকের সহকারীকে মারধর করে ধানসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি পুলিশকে জানালে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে লোকেশন শনাক্ত করে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাট এলাকা থেকে মামুন মণ্ডল ওরফে গদাকে আটক করা হয়। এ সময় ২৫০ বস্তা (৫০০ মণ) ধানসহ ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার রাশিদুল হক বলেন, মামুন মণ্ডলকে আটকের পর তাঁর দেওয়া তথ্যে আদমদীঘি থানায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহার করা মিনি ট্রাকের চালক ফিরোজ কাজীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জয়পুরহাট থেকে আলমগীর হোসেনসহ ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সড়কে ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গ্রেপ্তার ব্যক্তিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এসপি। সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় সড়কে ডাকাতি হওয়া ধানবোঝাই ট্রাক, টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুন মণ্ডল ওরফে গদা (৩৫), ফিরোজ কাজী (২৭), আলমগীর হোসেন (৩৯), লিটন মণ্ডল (৩৫), নূর আলম (৩৫), মিলন হোসেন শান্ত (৩৬) ও ফিরোজ মণ্ডল (৫২)। তাঁরা নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, গত বৃহস্পতিবার রাতে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় থেকে একটি ধানবোঝাই ট্রাক নীলফামারীর উদ্দেশে রওনা হয়। বদলগাছী উপজেলার হর্টিকালচার এলাকায় পৌঁছালে রাত ১১টার দিকে পেছন থেকে একটি মিনি ট্রাকে করে আসা আট থেকে নয়জন ডাকাত পথ রোধ করে ট্রাকচালক ও চালকের সহকারীকে মারধর করে ধানসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি পুলিশকে জানালে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে লোকেশন শনাক্ত করে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাট এলাকা থেকে মামুন মণ্ডল ওরফে গদাকে আটক করা হয়। এ সময় ২৫০ বস্তা (৫০০ মণ) ধানসহ ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার রাশিদুল হক বলেন, মামুন মণ্ডলকে আটকের পর তাঁর দেওয়া তথ্যে আদমদীঘি থানায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহার করা মিনি ট্রাকের চালক ফিরোজ কাজীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জয়পুরহাট থেকে আলমগীর হোসেনসহ ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সড়কে ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গ্রেপ্তার ব্যক্তিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এসপি। সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশে আগামী মাসের ১২ ফেব্রুয়ারি একই দিনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণভোট সামনে রেখে এরই মধ্যে সরকারের তরফ থেকে শুরু হয়েছে প্রচারণা। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভোটের গাড়ি। তবে মৌলভীবাজারে এই প্রচারণা সীমাবদ্ধ রয়েছে কেবল জেলা শহর পর্যন্ত। কিন্তু জেলার ৯২টি চা-বাগানের ভোটার এবং
৬ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ আট বছরেও শুরু হয়নি। জমি অধিগ্রহণ ও সাইনবোর্ড স্থাপনেই থেমে আছে প্রকল্প। এদিকে উপজেলার কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সময়মতো ফায়ার সার্ভিসের সেবা মিলছে না।
৬ ঘণ্টা আগে
তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে গাইবান্ধা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় চারা মরে যাচ্ছে, আবার জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা নষ্ট হচ্ছে। ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধান রক্ষার প্রধান ভরসা হাওর রক্ষা বাঁধ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জেলার বেশির ভাগ হাওরে এই বাঁধের কাজ এখনো শুরু হয়নি। কোথাও কাজের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই, কোথাও আবার প্রকল্প বাস্তবায়ন কমিটিও (পিআইসি) গঠন শেষ হয়নি। এতে সময়মতো কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন স্থান
৬ ঘণ্টা আগে