নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী ইব্রাহিম হোসেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী জমসেদ আলী। তিনি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রার্থী ছিলেন। গতকাল রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম।
নির্বাচনে ইব্রাহিম হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবুল কাশেম পেয়েছেন ২৮৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জমসেদ আলী। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২৩৭ ভোট।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনে ভোট গ্রহণ হয়। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের জন্য ভোট গ্রহণের বিরতি ছিল। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, এক বছর মেয়াদি এই কমিটির ২১টি পদের জন্য নির্বাচন হয়।
এতে সভাপতিসহ ৫ জন নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা জিতেছেন। দুই প্যানেলের মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য পদের একটি পদের ক্ষেত্রে তিনজন প্রার্থী ২৮০টি করে ভোট পেয়েছেন। তাই এই এক পদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৩ জন। এর মধ্যে ৫৯০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী ইব্রাহিম হোসেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী জমসেদ আলী। তিনি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রার্থী ছিলেন। গতকাল রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম।
নির্বাচনে ইব্রাহিম হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবুল কাশেম পেয়েছেন ২৮৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জমসেদ আলী। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২৩৭ ভোট।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনে ভোট গ্রহণ হয়। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের জন্য ভোট গ্রহণের বিরতি ছিল। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, এক বছর মেয়াদি এই কমিটির ২১টি পদের জন্য নির্বাচন হয়।
এতে সভাপতিসহ ৫ জন নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা জিতেছেন। দুই প্যানেলের মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য পদের একটি পদের ক্ষেত্রে তিনজন প্রার্থী ২৮০টি করে ভোট পেয়েছেন। তাই এই এক পদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৩ জন। এর মধ্যে ৫৯০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে