শেরপুর (বগুড়া) প্রতিনিধি

লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত সময় ধরে ধান-চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে বগুড়ার শেরপুরে দুটি চালকলে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও গুদাম সিলগালা এবং অপরটিকে অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফজলুর মোড় এলাকার লাকী সেমি অটো রাইস মিল ও সাধুবাড়ী এলাকার আলম বাছাই মিল।
অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সঙ্গে জেলা খাদ্যনিয়ন্ত্রক কাজী সাইফদ্দিন, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম, খাদ্য পরিদর্শক তৌফিকুর রহমান, ফরিদুল ইসলাম রাকিবুল হোসেন, শেরপুর থানার উপপরিদর্শক আল আমিন হোসেনসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফজলুর মোড় এলাকার লাকী সেমি অটো রাইস মিলের গুদামে ২৮ টন চাল ও ৩৫ টন ধান পাওয়া যায়। কিন্তু প্রতিষ্ঠানটির লাইসেন্স নেই। এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও গুদাম সিলগালা করা হয়। পাশের সাধুবাড়ী এলাকায় আলম বাছাই মিলের লাইসেন্স না থাকায় ও চাল মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, মজুতবিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজারদর কমতে শুরু করেছে। এই অভিযান অব্যাহত থাকবে।

লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত সময় ধরে ধান-চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে বগুড়ার শেরপুরে দুটি চালকলে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও গুদাম সিলগালা এবং অপরটিকে অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফজলুর মোড় এলাকার লাকী সেমি অটো রাইস মিল ও সাধুবাড়ী এলাকার আলম বাছাই মিল।
অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সঙ্গে জেলা খাদ্যনিয়ন্ত্রক কাজী সাইফদ্দিন, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম, খাদ্য পরিদর্শক তৌফিকুর রহমান, ফরিদুল ইসলাম রাকিবুল হোসেন, শেরপুর থানার উপপরিদর্শক আল আমিন হোসেনসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফজলুর মোড় এলাকার লাকী সেমি অটো রাইস মিলের গুদামে ২৮ টন চাল ও ৩৫ টন ধান পাওয়া যায়। কিন্তু প্রতিষ্ঠানটির লাইসেন্স নেই। এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও গুদাম সিলগালা করা হয়। পাশের সাধুবাড়ী এলাকায় আলম বাছাই মিলের লাইসেন্স না থাকায় ও চাল মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, মজুতবিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজারদর কমতে শুরু করেছে। এই অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৭ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে