Ajker Patrika

পাবনায় চালকলের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২ 

পাবনা প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫: ৩৩
পাবনায় চালকলের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২ 

পাবনায় চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭) এবং চাতালে কর্মরত গোপালনগর গ্রামের পাখি খাতুনের শিশুসন্তান তারেক হোসেন (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ধানের চাতালে ধান সিদ্ধ করার সময় চালকলের বয়লার বিস্ফোরিত হয়। এ সময় শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে চাতালের মালিক জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যান।  এদিকে চাতালে কর্মরত শ্রমিক পাখি খাতুনের শিশুসন্তান তারেক হোসেনের গায়ে বিস্ফোরণের পর বয়লারের টুকরা পড়লে গুরুতর আহত হয় সে। তাকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত