সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ সোমবার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাতে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে। এ ছাড়া তাঁর স্ত্রী আশানুর বিশ্বাস, ছেলে লাজুক বিশ্বাসসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর শহরের মুকন্দগাতী এলাকা থেকে ১৮ দলীয় জোটের একটি মিছিল সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিরা হামলা চালায়। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিন নেতা-কর্মীকে আহত করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তৎকালে মামলার পরিবেশ না থাকায় দীর্ঘদিন পর এই মামলা করা হয়েছে।
সোমবার ওসি জাকারিয়া হোসেন জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল রোববার যৌথ বাহিনী সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। এর আগে এনায়েতপুর থানার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
সিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ সোমবার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাতে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে। এ ছাড়া তাঁর স্ত্রী আশানুর বিশ্বাস, ছেলে লাজুক বিশ্বাসসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর শহরের মুকন্দগাতী এলাকা থেকে ১৮ দলীয় জোটের একটি মিছিল সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিরা হামলা চালায়। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিন নেতা-কর্মীকে আহত করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তৎকালে মামলার পরিবেশ না থাকায় দীর্ঘদিন পর এই মামলা করা হয়েছে।
সোমবার ওসি জাকারিয়া হোসেন জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল রোববার যৌথ বাহিনী সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। এর আগে এনায়েতপুর থানার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
রাঙামাটি মিনি চিড়িয়াখানায় আবাসিক স্কুল অ্যান্ড কলেজ করতে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে বলে জানান কর্তৃপক্ষ। আজ রোববার সকালে এই স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্ট
১ মিনিট আগেরাজধানীর সাইন্সল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের কয়েকশ শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১২ মিনিট আগেচার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলেও কোনো বল প্রয়োগ করেনি। বিকেল পৌনে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিলটি জাতীয় ঈদগাহ অতিক্রম করছে...
২৯ মিনিট আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে নিয়োগ বাতিল হওয়া ৬ হাজার ৫৩১ জন প্রার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক সহাকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
৩০ মিনিট আগে