Ajker Patrika

পিয়াল হত্যা মামলার প্রধান আসামি সোহেল গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
পিয়াল হত্যা মামলার প্রধান আসামি সোহেল গ্রেপ্তার
বিপ্লব আহম্মেদ পিয়াল । ছবি: সংগৃহীত

জয়পুরহাট শহরের আদর্শপাড়ার যুবক বিপ্লব আহম্মেদ পিয়াল (২৭) হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা (২৭) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে নোয়াখালীর সুধারাম থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-৫ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিপ্লব আহম্মেদ পিয়াল জয়পুরহাট পৌরসভার আদর্শপাড়া মহল্লার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে। গ্রেপ্তার সোহেল রানা একই এলাকার ইসলামনগর মহল্লার ছামছুদ্দীন মণ্ডলের ছেলে।

র‍্যাব জানায়, ২৮ মে দুপুরে পূর্বশত্রুতার জেরে পিয়ালের ওপর অতর্কিত হামলা চালায় ১৩-১৪ জন দুষ্কৃতকারী। নিজ বাড়ির সামনের গ্যারেজে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

এরপর থেকেই র‍্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়। দীর্ঘদিন পলাতক থাকার পর সোহেল রানা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

এদিকে পিয়ালের মৃত্যুতে এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এ মামলায় এর আগে ছানু বেগম ও নাসরিন নামের দুই নারী আসামিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত