Ajker Patrika

রাবির ৪ শিক্ষার্থীর চোখ ও মাথায় মারাত্মক জখম, ঢাকায় স্থানান্তর

রাবি প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২৩: ৫৭
রাবির ৪ শিক্ষার্থীর চোখ ও মাথায় মারাত্মক জখম, ঢাকায় স্থানান্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত ৪ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাঁদের ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে ৩ জনের চোখের রেটিনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের ঢাকার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনের মাথায় গুরুতর জখম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিক্ষার্থীরা হলেন— ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সায়েম, আইন বিভাগের শিক্ষার্থী আল আমিন ও শাহরুখ মাহমুদ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল সাকিব।

এদিকে এখনো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৬ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অধিকাংশেরই মাথায় ইটের আঘাত। 

বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ৪ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে তাঁদের চিকিৎসা হবে। আজ মঙ্গলবার ১৯ জন শিক্ষার্থী রামেকে ভর্তি ছিল। তাঁদের মধ্যে যাঁরা নিজের রুমে থেকে চিকিৎসা গ্রহণ করার মতো সুস্থ হয়েছে এমন ১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রামেকের চিকিৎসকের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে তাঁদের চিকিৎসা চলবে। বর্তমানে ৬ জন রামেকে চিকিৎসাধীন রয়েছেন।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৮৬ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নেয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত