Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষকের অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আজ খালি পায়ে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। ছবি: আজকের পত্রিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের ‘ন্যক্কারজনক’ হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফরিদ উদ্দিন খান নামের এক শিক্ষক। সেই সঙ্গে শিক্ষার্থীরা সুস্থ না হওয়া পর্যন্ত ক্লাস গ্রহণ থেকে বিরত থাকবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে খালি পায়ে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তিনি।

জানতে চাইলে ফরিদ উদ্দিন খান বলেন, ‘শুরুতেই ঘটনাটি যে কারণেই ঘটুক না কেন পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পেয়েছে ঘটনাটি নিয়ন্ত্রণ করবার জন্য। কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং এর পরিণতি হয়েছে চরম ভয়াবহ। আমি এর তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমি এখানে অবস্থান নিয়েছি। আমি অভিভাবক হিসেবে দুঃখ প্রকাশ করছি কারণ আমরা তাঁদের নিরাপত্তা দিতে পারিনি।’ 

ফরিদ উদ্দিন খান আরও বলেন, ‘শিক্ষার্থীরা এখনো হাসপাতালে ছটফট করছেন। তাঁদের মাথার ব্যান্ডেজ খোলা হয়নি, সেলাই এখনো কাটা হয়নি। এই অবস্থায় তাঁরা ক্লাসে অংশগ্রহণ করতে পারেন না। আমি তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে ক্লাস বর্জন করেছি।’

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। শুরু হয় দুই পক্ষের ইট ছোড়াছুড়ি। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের লক্ষ করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে আড়াই শতাধিক শিক্ষার্থী আহত হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগে মামলা

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ 

    বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

    সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

    ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩ 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগে মামলা

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ 

    বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা