
নাটোরের লালপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ইপিজেডের ১৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে ও ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাজ আলী (৭৮) বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় লালপুর থেকে বাঘা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই মো. মকবুল হোসেন।
অন্যদিকে সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে ইপিজেড শ্রমিক পরিবহনকারী দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হন।
স্থানীয় লোকজন জানায়, এক শ্রমিককে গাড়িতে ওঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির অপর একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানে থাকা শ্রমিকেরা আহত হন। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে নবীনগরের আফসানা খাতুন (২২), উত্তর লালপুরের মিতা খাতুন (২৩) ও তিলকপুরের মো. লিমনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মুনজুর রহমান।
লালপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ও দুটি ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে