শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জনতা ব্যাংকের সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা থেকে শতাধিক গ্রাহকের পাঁচ কোটি টাকা লাপাত্তার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকের অফিস সহায়কের (পিয়ন) মো. রঞ্জু আকন্দ তাদের টাকা জমা দেওয়ার কথা বলে নিজের কাছে রেখে আত্মসাৎ করছেন।
বিষয়টি জানাজানি হলে আজ রোববার সকালে ভুক্তভোগী গ্রাহকেরা জনতা ব্যাংকের ওই শাখায় ভিড় করেন। এ সময় তারা তাদের জমাকৃত টাকা অ্যাকাউন্টে দেখতে না পেয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করেন।
খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থলে গিয়ে অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত ওই অফিস সহায়ক পৌর সদরের পাড়কোলা গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে।
ভুক্তভোগীরা জানান, জনতা ব্যাংকের অফিস সহায়ক (পিয়ন) মো. রঞ্জু আকন্দ দীর্ঘদিন ধরে ব্যাংকে আগত গ্রাহকদের সহযোগিতা করার কথা বলে, তাদের জমা দিতে আনা টাকা নিজের কাছে রেখে ব্যাংকের সিল–স্বাক্ষর মেরে রিসিভ কপি দিতেন।
কখনো গ্রাহকেরা টাকা উত্তোলন করতে আসলে চেক জমা রেখে নিজের টাকা দিয়ে দিতেন। এভাবে বিভিন্ন প্রবাসীদের লাখ লাখ টাকা ব্যাংকে জমার কথা বলে তা অ্যাকাউন্টে না দিয়ে নিজের কাছে রেখে দেন।
তারা আরও জানান, কখনো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিলেও সে টাকা রঞ্জু ব্যাংকের ক্যাশিয়ার, ম্যানেজারসহ অন্য কর্মকর্তাদের যোগসাজশে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেন।
তিনি ব্যাংকের অফিস সহায়ক (পিয়ন) হয়েও রহস্যজনক কারণে মূল ফটকে চেয়ার-টেবিল নিয়ে বসে গ্রাহকদের সঙ্গে প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন করলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তিনি সব সময় নিজেকে ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিতেন।
এ ব্যাপারে জনতা ব্যাংক শাহজাদপুর শাখা ব্যবস্থাপক জেহাদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরি করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন। সে ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে অপকর্ম করেছে।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা আজকের পত্রিকাকে জানান, ‘ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতারক রঞ্জুকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

জনতা ব্যাংকের সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা থেকে শতাধিক গ্রাহকের পাঁচ কোটি টাকা লাপাত্তার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকের অফিস সহায়কের (পিয়ন) মো. রঞ্জু আকন্দ তাদের টাকা জমা দেওয়ার কথা বলে নিজের কাছে রেখে আত্মসাৎ করছেন।
বিষয়টি জানাজানি হলে আজ রোববার সকালে ভুক্তভোগী গ্রাহকেরা জনতা ব্যাংকের ওই শাখায় ভিড় করেন। এ সময় তারা তাদের জমাকৃত টাকা অ্যাকাউন্টে দেখতে না পেয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করেন।
খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থলে গিয়ে অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত ওই অফিস সহায়ক পৌর সদরের পাড়কোলা গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে।
ভুক্তভোগীরা জানান, জনতা ব্যাংকের অফিস সহায়ক (পিয়ন) মো. রঞ্জু আকন্দ দীর্ঘদিন ধরে ব্যাংকে আগত গ্রাহকদের সহযোগিতা করার কথা বলে, তাদের জমা দিতে আনা টাকা নিজের কাছে রেখে ব্যাংকের সিল–স্বাক্ষর মেরে রিসিভ কপি দিতেন।
কখনো গ্রাহকেরা টাকা উত্তোলন করতে আসলে চেক জমা রেখে নিজের টাকা দিয়ে দিতেন। এভাবে বিভিন্ন প্রবাসীদের লাখ লাখ টাকা ব্যাংকে জমার কথা বলে তা অ্যাকাউন্টে না দিয়ে নিজের কাছে রেখে দেন।
তারা আরও জানান, কখনো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিলেও সে টাকা রঞ্জু ব্যাংকের ক্যাশিয়ার, ম্যানেজারসহ অন্য কর্মকর্তাদের যোগসাজশে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেন।
তিনি ব্যাংকের অফিস সহায়ক (পিয়ন) হয়েও রহস্যজনক কারণে মূল ফটকে চেয়ার-টেবিল নিয়ে বসে গ্রাহকদের সঙ্গে প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন করলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তিনি সব সময় নিজেকে ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিতেন।
এ ব্যাপারে জনতা ব্যাংক শাহজাদপুর শাখা ব্যবস্থাপক জেহাদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরি করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন। সে ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে অপকর্ম করেছে।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা আজকের পত্রিকাকে জানান, ‘ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতারক রঞ্জুকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৮ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
২০ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৫ মিনিট আগে