প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোর সিংড়া উপজেলায় শিকারির কাছ থেকে ৫টি পাতি সরালি (বালিহাঁস) ছানাকে উদ্ধার করা হয়েছে। এরপর পরিবেশকর্মী হাসান ইমামের বাড়ির পরিচর্যা সেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোববার বিকেল ৪টায় উদ্ধারকৃত পাখিদের মধ্যে আহত হলুদ (সোনাবউ) পাখিকে অবমুক্ত করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুরে সিংড়া পৌরসভার চলো অ্যাম্বুলেন্সে করে পশু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। আহত পাখি ও ছানাগুলোর চিকিৎসা ও পরামর্শ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম খুরসিদ আলম।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের গোয়াল বাতান গ্রামে পাখি কেনা-বেচা হয়েছে খবর পাওয়া যায়। সেই সূত্র ধরে পাখি উদ্ধারে সিংড়া পৌরসভার পারসিংড়া (বেদেপল্লী), সরকারপাড়া, ও শোলাকুড়া এলাকায় বৃষ্টিতে ভিজে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ব্যর্থ হয় পরিবেশকর্মীরা।
পরে রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পারসিংড়া (বেদেপল্লী) থেকে পাঁচটি পাতি সরালি (বালিহাঁস) ছানা উদ্ধার করেন তাঁরা। ততক্ষণে মা পাখিটিকে জবাই করেছেন পাখি খাদক জনৈক পিয়ারুল। এ ছাড়া চটের বস্তায় লুকিয়ে রাখায় দুটি পাতি সরালি ছানার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই পাখি শিকারি পিয়ারুল পালিয়ে বেড়াচ্ছেন।
এ দিকে আর কোন পাখি শিকার বা হত্যা করবে না মর্মে পাখি শিকারির পরিবারের লোকজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বিষয়টি সাবেক পৌর কাউন্সিলর লাবু মিয়া ও পারসিংড়া (বেদেপল্লী) মহল্লার গ্রাম প্রধান মোবারক আলীর দায়িত্বে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম খুরসিদ আলম বলেন, আহত পাখিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর ছানাগুলোকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, দ্রুতই পাখি রক্ষায় চলনবিলে অভিযান পরিচালনা করা হবে।

নাটোর সিংড়া উপজেলায় শিকারির কাছ থেকে ৫টি পাতি সরালি (বালিহাঁস) ছানাকে উদ্ধার করা হয়েছে। এরপর পরিবেশকর্মী হাসান ইমামের বাড়ির পরিচর্যা সেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোববার বিকেল ৪টায় উদ্ধারকৃত পাখিদের মধ্যে আহত হলুদ (সোনাবউ) পাখিকে অবমুক্ত করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুরে সিংড়া পৌরসভার চলো অ্যাম্বুলেন্সে করে পশু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। আহত পাখি ও ছানাগুলোর চিকিৎসা ও পরামর্শ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম খুরসিদ আলম।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের গোয়াল বাতান গ্রামে পাখি কেনা-বেচা হয়েছে খবর পাওয়া যায়। সেই সূত্র ধরে পাখি উদ্ধারে সিংড়া পৌরসভার পারসিংড়া (বেদেপল্লী), সরকারপাড়া, ও শোলাকুড়া এলাকায় বৃষ্টিতে ভিজে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ব্যর্থ হয় পরিবেশকর্মীরা।
পরে রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পারসিংড়া (বেদেপল্লী) থেকে পাঁচটি পাতি সরালি (বালিহাঁস) ছানা উদ্ধার করেন তাঁরা। ততক্ষণে মা পাখিটিকে জবাই করেছেন পাখি খাদক জনৈক পিয়ারুল। এ ছাড়া চটের বস্তায় লুকিয়ে রাখায় দুটি পাতি সরালি ছানার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই পাখি শিকারি পিয়ারুল পালিয়ে বেড়াচ্ছেন।
এ দিকে আর কোন পাখি শিকার বা হত্যা করবে না মর্মে পাখি শিকারির পরিবারের লোকজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বিষয়টি সাবেক পৌর কাউন্সিলর লাবু মিয়া ও পারসিংড়া (বেদেপল্লী) মহল্লার গ্রাম প্রধান মোবারক আলীর দায়িত্বে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম খুরসিদ আলম বলেন, আহত পাখিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর ছানাগুলোকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, দ্রুতই পাখি রক্ষায় চলনবিলে অভিযান পরিচালনা করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৭ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩০ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৩ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে