শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্রসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ছিনিয়ে নিতে হামলা চালানো হয় থানায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শাজাহানপুর থানায় এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ এক ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তার মোট আটজনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান (৩৮), আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন খান (৩২), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসান নাজমুল (৩০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ওহাবুজ্জামান নাইম (৩৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুজ্জামান খোকন (৩২), স্বেচ্ছাসেবক লীগ কর্মী রবিন (২৫) ও বোরহান উদ্দিন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে স্বেচ্ছেসেবক লীগ নেতা মিঠুন খানের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। দুটি বিদেশি চাকুসহ তাকে আটকের সময় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা চালান মিঠুন। এতে উপপরিদর্শক আনিছুর রহমান আহত হন। গ্রেপ্তার করে মিঠুনকে শাজাহানপুর থানায় নিয়ে আসার পর রাত ১০টার দিকে প্রায় ৫০ জন সহযোগী নিয়ে থানায় আসেন নুরুজ্জামান। এ সময় পুলিশের ওপর হামলা চালান তাঁরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ প্রতিরোধ করলে পালিয়ে যান তাঁরা। এ সময় রবিন নামে একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, থানা থেকে পালিয়ে এসে নুরুজ্জামানের নেতৃত্বে হামলাকারীরা মাঝিড়া ইউনিয়নের মাঝিড়াপাড়া এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে সেখান থেকে নুরুজ্জামান, নাইম, খোকন, নাজমুল, বোরহানসহ অন্যদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর ওই রাতেই জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান ও নাজমুলের দেওয়া তথ্য অনুযায়ী তাঁদের বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসআই আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিঠুনের কাছে দুটি বিদেশি চাকু পেয়েছিলাম। তাঁকে গ্রেপ্তার করার সময় আমাদের ওপরে হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই।’
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিঠুনকে থানায় নিয়ে আসার পর নুরুজ্জামানের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি দল থানায় ঢুকে তাণ্ডব চালায়। এতে আমাদের বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। পুলিশ প্রতিরোধ করলে সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে মাঝিড়াপাড়া এলাকায় আবারও অবস্থান নেয়। এ সময় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে নুরুজ্জামানসহ কয়েক জনকে গ্রেপ্তার করে।’
ওসি আরও বলেন, থানায় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই নুরুজ্জামানের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল এবং নাজমুলের বাগানবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। এখন অবধি মোট গ্রেপ্তার আছেন আটজন।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্রসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ছিনিয়ে নিতে হামলা চালানো হয় থানায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শাজাহানপুর থানায় এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ এক ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তার মোট আটজনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান (৩৮), আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন খান (৩২), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসান নাজমুল (৩০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ওহাবুজ্জামান নাইম (৩৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুজ্জামান খোকন (৩২), স্বেচ্ছাসেবক লীগ কর্মী রবিন (২৫) ও বোরহান উদ্দিন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে স্বেচ্ছেসেবক লীগ নেতা মিঠুন খানের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। দুটি বিদেশি চাকুসহ তাকে আটকের সময় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা চালান মিঠুন। এতে উপপরিদর্শক আনিছুর রহমান আহত হন। গ্রেপ্তার করে মিঠুনকে শাজাহানপুর থানায় নিয়ে আসার পর রাত ১০টার দিকে প্রায় ৫০ জন সহযোগী নিয়ে থানায় আসেন নুরুজ্জামান। এ সময় পুলিশের ওপর হামলা চালান তাঁরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ প্রতিরোধ করলে পালিয়ে যান তাঁরা। এ সময় রবিন নামে একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, থানা থেকে পালিয়ে এসে নুরুজ্জামানের নেতৃত্বে হামলাকারীরা মাঝিড়া ইউনিয়নের মাঝিড়াপাড়া এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে সেখান থেকে নুরুজ্জামান, নাইম, খোকন, নাজমুল, বোরহানসহ অন্যদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর ওই রাতেই জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান ও নাজমুলের দেওয়া তথ্য অনুযায়ী তাঁদের বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসআই আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিঠুনের কাছে দুটি বিদেশি চাকু পেয়েছিলাম। তাঁকে গ্রেপ্তার করার সময় আমাদের ওপরে হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই।’
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিঠুনকে থানায় নিয়ে আসার পর নুরুজ্জামানের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি দল থানায় ঢুকে তাণ্ডব চালায়। এতে আমাদের বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। পুলিশ প্রতিরোধ করলে সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে মাঝিড়াপাড়া এলাকায় আবারও অবস্থান নেয়। এ সময় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে নুরুজ্জামানসহ কয়েক জনকে গ্রেপ্তার করে।’
ওসি আরও বলেন, থানায় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই নুরুজ্জামানের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল এবং নাজমুলের বাগানবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। এখন অবধি মোট গ্রেপ্তার আছেন আটজন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে