Ajker Patrika

রাবি ছাত্রলীগ নেতা-কর্মীর কক্ষ থেকে দেশীয় অস্ত্র জব্দ

রাবি প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৯: ৫২
রাবি ছাত্রলীগ নেতা-কর্মীর কক্ষ থেকে দেশীয় অস্ত্র জব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে তল্লাশি শুরু হয়। হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্তত ১৯টি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ছয়টি রামদা, চারটি ছুরি, দুটি কাঁচি, বেশ কিছু রড ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়। 

অভিযানের বিষয়ে সৈয়দ আমীর আলী হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের হলে ছাত্রলীগ যেসব অস্ত্রের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিল, আজ আমরা হলের আবাসিক শিক্ষক, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় তা জব্দ করি। আবাসিক শিক্ষকেরা আমাদের আশ্বাস দিয়েছেন, এ কক্ষগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে। আমীর আলী হলে আজকে থেকে কোনো রাজনীতি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা—এটাই চাই।’ 

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক কৌশিক সরকার বলেন, ‘আজকে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রলীগের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় আমরা অনেকগুলো অস্ত্র পেয়েছি। পুলিশ সেগুলো মতিহার থানায় নিয়ে গেছে। আমীর আলী হল এখন শঙ্কা ও রাজনীতিমুক্ত। শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ চায়, আমরা তার জন্য কাজ করছি। পরবর্তী সময় এ কক্ষগুলো সাধারণ বিবেচনা করে হল প্রাধ্যক্ষ ও শিক্ষার্থীদের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত