Ajker Patrika

কমিটি নিয়ে দ্বন্দ্বের জের, বিএনপির কার্যালয় ও দুই দোকানে আগুন

জয়পুরহাট প্রতিনিধি
কমিটি নিয়ে দ্বন্দ্বের জের, বিএনপির কার্যালয় ও দুই দোকানে আগুন
জয়পুরহাটের কালাইয়ের পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলের কার্যালয় এবং দুটি দোকানে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির কার্যালয় এবং কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিএনপির দলীয় কার্যালয় ও দুটি দোকানের চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টার দিকে ১৪৪ ধারার মধ্যেই পুনট ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন। পরে ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদা, লাঠিসোঁটা নিয়ে রাস্তায় মিছিল বের করেন তার অনুসারী নেতা-কর্মীরা।

এরপর তাঁরা পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের দলীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করেন এবং আগুন দেন। পরে রোববার রাত ১১টার দিকে আবারও ওই দলীয় কার্যালয় এবং আরও দুটি দোকানে আগুন দেন তাঁরা।

দুটি দোকানের মধ্যে একটিতে ছিল সার, কীটনাশক ওষুধ, চটের বস্তা এবং হোন্ডা ব্র্যান্ডের লিভো (১১০ সিসি) একটি মোটরসাইকেল। এ দোকানের মালিক মিজানুর রহমান। অপর ইলেকট্রিক দোকানের মালিক মো. রুবেল। মিজানুর রহমান এবং রুবেল পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের আপন ভাই।

মিজানুর রহমান দাবি করে বলেন, ‘দোকানে আগুন দেওয়ার ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পরে বুঝে শুনে জিডি করা হবে।’

জানতে চাইলে কালাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জয়পুরহাটের কালাইয়ের পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলের কার্যালয় এবং দুটি দোকানে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
জয়পুরহাটের কালাইয়ের পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলের কার্যালয় এবং দুটি দোকানে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত সাড়ে ১১টার দিকে পুনট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছাই রাত ১২টার দিকে। এরপর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত