নওগাঁ সদর উপজেলার বাবলাতলী মোড়ে ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জন নিহতের ঘটনায় করা মামলায় ট্রাকচালক রেজাউল করিম নবীকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর সিইও লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার মান্দা উপজেলার সাবাইহাট এলাকা থেকে ওই ট্রাকচালককে গ্রেপ্তার করে র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ট্রাকচালক রেজাউল করিম নবী মান্দা উপজেলার বড় মল্লিকপুর গ্রামের ইসহাক আলীর ছেলে।
রিয়াজ শাহরিয়ার বলেন, ঘটনার পর নিহত অটোরিকশাচালকের স্ত্রী সাহারা বেগম ট্রাকচালক রেজাউল করিম নবীসহ অজ্ঞাতনামা হেলপারের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ট্রাকচালক রেজাউল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে তাঁর বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, ট্রাকচালক রেজাউল করিম ২০১৭ সালে হালকা যানবাহন চালানোর সনদ পান। কিন্তু তিনি আইন অমান্য করে ওই বছর থেকেই ভারী যানবাহন চালিয়ে আসছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন চালক রেজাউল করিম।
সংবাদ সম্মেলন শেষে নওগাঁ সদর থানা–পুলিশের কাছে রেজাউল করিমকে হস্তান্তর করে র্যাব।
এ বিষয়ে নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম বলেন, দুপুরে ট্রাকচালক রেজাউল করিম নবীকে থানায় হস্তান্তর করেছে র্যাব। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
গত ২৪ জুন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নওগাঁর নিয়ামতপুর থেকে পাঁচজন শিক্ষক একটি প্রশিক্ষণে অংশ নিতে নওগাঁ শহরে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে তাঁদের অটোরিকশাটি নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদরের বাবলাতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাঁদের চাপা দেন। এতে অটোরিকশার চালকসহ চারজন শিক্ষক নিহত হন।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে