নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৬ ইউনিয়নে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসুচীর কাজ শেষ হলেও মজুরির টাকা পাচ্ছেনা ৯৮১ শ্রমিক। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এসব শ্রমিকের। মজুরি বাবদ শ্রমিকদের প্রাপ্য রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সুত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২১৯ জন বিয়াঘাটে ১২৯ জন খুবজীপুরে ১০৮ জন মশিন্দায় ১৬৮ জন ধারাবারিষায় ১৭৫ জন এবং চাপিলায় ১৮২ জনসহ মোট ৯৮১ জন তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। গত ২৯ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪০০ টাকা দিন হাজিরা চুক্তি কাজ করেছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত এসব শ্রমিকের মুজরির টাকা প্রতি সপ্তাহে তাঁদের মুঠোফোনে আসার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও মজুরির টাকা পাননি তারা।
ভুক্তভোগীদের টাকা না পাওয়ার কথা স্বীকার করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ‘তালিকাভুক্ত শ্রমকিদের বেশিরভাগই অতি দরিদ্র। মজুরির টাকায় তাঁদের সংসার চলে। কাজ শেষ হওয়ার পরও মজুরির টাকা না পাওয়ায় প্রতিদিন শ্রমিকদের কষ্টের কথা শুনতে হচ্ছে।’
উপজেলার অন্য ইউপির চেয়ারম্যানেরা বলেন, হতদরিদ্র শ্রমিকেরা তাঁদের মজুরির টাকার ওপর নির্ভর করে সংসার চালানোসহ বিভিন্ন এনজিওর কিস্তির টাকা দিয়ে থাকেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর মজুরির টাকা না পেয়ে অমানবিক জীবন যাপন করছেন শ্রমিকেরা।
এদিকে, শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানানোর পর নাজিরপুর ইউনিয়র বাদে অন্য ইউনিয়নের শ্রমিকেরা মাত্র ৫ দিনের করে মজুরির টাকা পেলেও এখনো ৩৫ দিনের মজুরির টাকা বকেয়া রয়েছে বলে জানান সংশ্লিষ্ট চেয়ারম্যানেরা। রমজান ও ঈদকে ঘিরে শ্রমিকদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বছর থেকে শ্রমিকদের মজুরির টাকা নিজ নিজ মুঠোফোনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারনে তালিকাভুক্ত শ্রমিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে অনলাইনে পাঠানো হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারনে মজুরির টাকা পেতে দেড়ি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১১ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৪১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে