নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উত্তরবঙ্গের ১৬টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ বুধবার সকাল ৮টা থেকে পট্রল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ঘোষণা দিয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী আজ বুধবার সকাল থেকে পেট্রল পাম্প বন্ধ রয়েছে। অনেকে এ ঘোষণা আগে জানতে না পেরে পাম্পে তেল নিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান।
পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় শাখার জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নওগাঁর সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তাতে পেট্রল পাম্প মালিকেরা চরম হতাশ ও ক্ষুব্ধ।
এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব দিয়ে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।’

সংগঠনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নওগাঁয় হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া হয়েছে। অতি উৎসাহিতভাবে ড্রেন খুঁড়ে দেওয়া হয়, যেন পাম্পে গাড়ি ঢুকতে না পারে। আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়। কোনো নোটিশ ছাড়া তারা মূলত পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করেছে। প্রতিবছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছরে পুরোনো পাম্পে কখনো এ ধরনের অভিযান দেখা যায়নি। এর প্রতিবাদে এমন কর্মসূচি দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় একযোগে পেট্রল পাম্প বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

উত্তরবঙ্গের ১৬টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ বুধবার সকাল ৮টা থেকে পট্রল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ঘোষণা দিয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী আজ বুধবার সকাল থেকে পেট্রল পাম্প বন্ধ রয়েছে। অনেকে এ ঘোষণা আগে জানতে না পেরে পাম্পে তেল নিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান।
পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় শাখার জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নওগাঁর সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তাতে পেট্রল পাম্প মালিকেরা চরম হতাশ ও ক্ষুব্ধ।
এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব দিয়ে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।’

সংগঠনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নওগাঁয় হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া হয়েছে। অতি উৎসাহিতভাবে ড্রেন খুঁড়ে দেওয়া হয়, যেন পাম্পে গাড়ি ঢুকতে না পারে। আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়। কোনো নোটিশ ছাড়া তারা মূলত পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করেছে। প্রতিবছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছরে পুরোনো পাম্পে কখনো এ ধরনের অভিযান দেখা যায়নি। এর প্রতিবাদে এমন কর্মসূচি দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় একযোগে পেট্রল পাম্প বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে