নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উত্তরবঙ্গের ১৬টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ বুধবার সকাল ৮টা থেকে পট্রল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ঘোষণা দিয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী আজ বুধবার সকাল থেকে পেট্রল পাম্প বন্ধ রয়েছে। অনেকে এ ঘোষণা আগে জানতে না পেরে পাম্পে তেল নিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান।
পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় শাখার জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নওগাঁর সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তাতে পেট্রল পাম্প মালিকেরা চরম হতাশ ও ক্ষুব্ধ।
এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব দিয়ে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।’

সংগঠনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নওগাঁয় হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া হয়েছে। অতি উৎসাহিতভাবে ড্রেন খুঁড়ে দেওয়া হয়, যেন পাম্পে গাড়ি ঢুকতে না পারে। আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়। কোনো নোটিশ ছাড়া তারা মূলত পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করেছে। প্রতিবছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছরে পুরোনো পাম্পে কখনো এ ধরনের অভিযান দেখা যায়নি। এর প্রতিবাদে এমন কর্মসূচি দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় একযোগে পেট্রল পাম্প বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

উত্তরবঙ্গের ১৬টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ বুধবার সকাল ৮টা থেকে পট্রল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ঘোষণা দিয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী আজ বুধবার সকাল থেকে পেট্রল পাম্প বন্ধ রয়েছে। অনেকে এ ঘোষণা আগে জানতে না পেরে পাম্পে তেল নিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান।
পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় শাখার জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নওগাঁর সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তাতে পেট্রল পাম্প মালিকেরা চরম হতাশ ও ক্ষুব্ধ।
এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব দিয়ে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।’

সংগঠনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নওগাঁয় হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া হয়েছে। অতি উৎসাহিতভাবে ড্রেন খুঁড়ে দেওয়া হয়, যেন পাম্পে গাড়ি ঢুকতে না পারে। আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়। কোনো নোটিশ ছাড়া তারা মূলত পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করেছে। প্রতিবছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছরে পুরোনো পাম্পে কখনো এ ধরনের অভিযান দেখা যায়নি। এর প্রতিবাদে এমন কর্মসূচি দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় একযোগে পেট্রল পাম্প বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে