প্রতিনিধি, (চাটমোহর) পাবনা

চাটমোহরে গমের ভাল ফলন হয়েছে। বর্তমান বাজারে গমের দামও ভালো। ফলে চাষীদের মুখে এখন হাসির ঝিলিক। তবে যারা জমি চাষ না করেই গমের বীজ বপন করেছে তাদের উৎপাদন খরচ কম হওয়ায় তারা বেশি লাভবান হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে , এ বছর চাটমোহরে ৪ হাজার ৩৪০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে প্রায় সাড়ে ৩ টন। হিসেব মতে, চাটমোহরের ১১টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১৫ হাজার ৩১১ টন গম উৎপাদন হয়েছে।
বেজপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকী বলেন, এ বছর আড়াই বিঘা জমিতে গম চাষ করেছিলাম। গম বীজ বপনের সময় কোন জমিতেই চাষ দেইনি। গত রবি মৌসুমের শেষদিকে এসে জমি থেকে ধান কাটার ঠিক দু’একদিন আগে কাঁদাযুক্ত জমিতে গমের বীজ ছিটানো হয়েছিলো। এতে বীজ, সার, কীটনাশক, সেচ ও বিঘা প্রতি প্রায় ৪ হাজার টাকার মতো খরচ হয়েছে। জমিতে গড়ে প্রায় ১৫ মণ হারে ফলন পেয়েছি। বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতিমণ গম ১ হাজার ৫০ টাকা থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে প্রায় দশ হাজার টাকা লাভ পেয়েছি।
রামনগর গ্রামের চাষী মানিক হোসেন প্রামানিক জানান জমি চাষ করে গম আবাদে বীজ, সার, কীটনাশক, কাটামাড়াইসহ বিঘা প্রতি খরচ হয়েছে ৭ হাজার ৩৫০ টাকা। বিঘা প্রতি ফলন পেয়েছেন ১৫ মণ। প্রতি বিঘায় লাভ হয়েছে ৮ হাজার ৪০০ টাকা।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ.মাসুমবিল্লাহ জানান, গত বছরের তুলনায় এ বছর ৩০ হেক্টর জমিতে গম চাষ বেশি হয়েছে। এরমধ্য কিছু নিচু জমিতে চাষ না করেই গম আবাদ করেছেন কৃষক। আবহাওয়া গম চাষে উপযোগী হওয়ায় অন্য যেকোন বছরের চেয়ে এ বছর উৎপাদনও ভাল হয়েছে। আগাম উফশী বারী গম-৩৩ বিঘা প্রতি ১৪ থেকে ১৫ মণ ফলনও হয়েছে। সব মিলিয়ে গম চাষ করে খুশি কৃষকরা।

চাটমোহরে গমের ভাল ফলন হয়েছে। বর্তমান বাজারে গমের দামও ভালো। ফলে চাষীদের মুখে এখন হাসির ঝিলিক। তবে যারা জমি চাষ না করেই গমের বীজ বপন করেছে তাদের উৎপাদন খরচ কম হওয়ায় তারা বেশি লাভবান হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে , এ বছর চাটমোহরে ৪ হাজার ৩৪০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে প্রায় সাড়ে ৩ টন। হিসেব মতে, চাটমোহরের ১১টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১৫ হাজার ৩১১ টন গম উৎপাদন হয়েছে।
বেজপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকী বলেন, এ বছর আড়াই বিঘা জমিতে গম চাষ করেছিলাম। গম বীজ বপনের সময় কোন জমিতেই চাষ দেইনি। গত রবি মৌসুমের শেষদিকে এসে জমি থেকে ধান কাটার ঠিক দু’একদিন আগে কাঁদাযুক্ত জমিতে গমের বীজ ছিটানো হয়েছিলো। এতে বীজ, সার, কীটনাশক, সেচ ও বিঘা প্রতি প্রায় ৪ হাজার টাকার মতো খরচ হয়েছে। জমিতে গড়ে প্রায় ১৫ মণ হারে ফলন পেয়েছি। বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতিমণ গম ১ হাজার ৫০ টাকা থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে প্রায় দশ হাজার টাকা লাভ পেয়েছি।
রামনগর গ্রামের চাষী মানিক হোসেন প্রামানিক জানান জমি চাষ করে গম আবাদে বীজ, সার, কীটনাশক, কাটামাড়াইসহ বিঘা প্রতি খরচ হয়েছে ৭ হাজার ৩৫০ টাকা। বিঘা প্রতি ফলন পেয়েছেন ১৫ মণ। প্রতি বিঘায় লাভ হয়েছে ৮ হাজার ৪০০ টাকা।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ.মাসুমবিল্লাহ জানান, গত বছরের তুলনায় এ বছর ৩০ হেক্টর জমিতে গম চাষ বেশি হয়েছে। এরমধ্য কিছু নিচু জমিতে চাষ না করেই গম আবাদ করেছেন কৃষক। আবহাওয়া গম চাষে উপযোগী হওয়ায় অন্য যেকোন বছরের চেয়ে এ বছর উৎপাদনও ভাল হয়েছে। আগাম উফশী বারী গম-৩৩ বিঘা প্রতি ১৪ থেকে ১৫ মণ ফলনও হয়েছে। সব মিলিয়ে গম চাষ করে খুশি কৃষকরা।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে