Ajker Patrika

দিনাজপুরে ট্রাকচাপায় শ্যালক ও দুলাভাই নিহত, চালকের সহকারী আটক

প্রতিনিধি, দিনাজপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২: ৩২
দিনাজপুরে ট্রাকচাপায় শ্যালক ও দুলাভাই নিহত, চালকের সহকারী আটক

দিনাজপুরে ট্রাকচাপায় দুজন পথচারীর মৃত্যু হয়েছেন। সম্পর্কে তাঁরা শ্যালক-দুলাভাই। আজ শনিবার ভোর সাড়ে ৪টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আজিদপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগর খাঁ (৩২) এবং একই উপজেলার খানপাড়া গ্রামের মকবুল হকের ছেলে মোহাম্মদ আলী (৫০)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন মকবুল হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি ট্রাক রাস্তা থেকে নেমে গিয়ে সড়কের পাশশের ফুটপাত দিয়ে চলতে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সও দুমড়ে-মুচড়ে যায়।

নিহত আজগর খাঁর বড় ভাই মো. মিঠু জানান, সুন্দরগঞ্জ থেকে নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশায় করে পরিবারের সদস্যরা দিনাজপুরের কসবা খোয়াড়ের মোড় এলাকায় বোনজামাই মোহাম্মদ আলীর বাসায় বেড়াতে আসছিলেন তাঁরা। মোহাম্মদ আলী কসবা এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করার সুবাদে ভাড়া বাসায় থাকেন। তাঁদের ইজিবাইকটি দিনাজপুর মেডিকেল কলেজের সামনে পৌঁছালে অটোরিকশার চার্জ কমে যায়। আত্মীয় আসার খবর পেয়ে মোহাম্মদ আলী বাসা থেকে মেডিকেল কলেজের সামনে এগিয়ে আসেন। ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ কমে যাওয়ায় নারী ও শিশুদের ওই গাড়িতেই পাঠিয়ে দিয়ে রাস্তা ধরে হেঁটে আসছিলেন মোহাম্মদ আলী ও তাঁর দুই শ্যালক আজগর খাঁ ও মকবুল হোসেন।

মিঠু আরও জানান, এ সময় পাবনার বেড়া থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এ সময় তিনজনই ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজগর খাঁর। শব্দ শুনে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা মোহাম্মদ আলী ও মকবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। মেডিকেলে চিকিৎসাধীন আছেন মকবুল হোসেন। তাঁর অবস্থা গুরুতর।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক মাসুদ জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ট্রাকটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালকের সহকারী মো. রাসেলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত