আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারাজানা ইয়াসমিন (১৫) নামের স্কুলপড়ুয়া দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে এ ঘটনা ঘটে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা নরজান গ্রামের মো. হিরোক ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাঁদের মা রাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফারজানা ও রাসেল একদন্ত উচ্চ বিদ্যালয়ের দশম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল বলেন, বুধবার পবিত্র আশুরা উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরোক ইসলামের ছেলে রাসেল তাদের তাঁতের মেশিন চালাতে যান। এ সময় রাসেল বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করতে বড় বোন ফারজানা এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তাদের মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাঁকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের বাবা হিরোক ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজকে ছুটির দিনে শ্রমিকেরা কাজে আসেনি। তাই ছেলে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল। আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুজন কলিজার টুকরা আমাদের ছেড়ে চলে গেল।’
আটঘরিয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা এখানে আসছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’

পাবনার আটঘরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারাজানা ইয়াসমিন (১৫) নামের স্কুলপড়ুয়া দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে এ ঘটনা ঘটে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা নরজান গ্রামের মো. হিরোক ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাঁদের মা রাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফারজানা ও রাসেল একদন্ত উচ্চ বিদ্যালয়ের দশম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল বলেন, বুধবার পবিত্র আশুরা উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরোক ইসলামের ছেলে রাসেল তাদের তাঁতের মেশিন চালাতে যান। এ সময় রাসেল বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করতে বড় বোন ফারজানা এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তাদের মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাঁকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের বাবা হিরোক ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজকে ছুটির দিনে শ্রমিকেরা কাজে আসেনি। তাই ছেলে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল। আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুজন কলিজার টুকরা আমাদের ছেড়ে চলে গেল।’
আটঘরিয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা এখানে আসছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৬ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
৩১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে