রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবাসিকতা থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীরা হলে অবস্থান করতে পারবেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে হল প্রাধ্যক্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী রোববার সকাল ১০টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। এরপর হলগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় তল্লাশি চালানো হবে। তল্লাশি চালিয়ে হলগুলো নিরস্ত্র করে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেওয়া হবে। এর আগে ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত করা হবে।’
অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘যাদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ দিন অতিক্রম হয়েছে, তাদেরও হল ত্যাগ করতে হবে। হলে কোনোভাবেই কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি হল ত্যাগ না করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।’
আবাসিক ছাত্রলীগ নেতা-কর্মীদের হলে থাকার বিষয়ে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক বলেন, ‘যারা হলের আবাসিক শিক্ষার্থী, যারা বৈধ পন্থায় হলে সিট পেয়েছে তারা হলে থাকতে পারবে। সে যেই দলই করুক না কেন। তবে কারও বিরুদ্ধে যদি ফৌজদারি, রাষ্ট্রবিরোধী কিংবা মানবতাবিরোধী কোনো অভিযোগ থাকে তাহলে তার ভিত্তিতে হল প্রশাসন চাইলে তার আবাসিকতা বাতিল করতে পারে। অন্যথায় তারা হলেই অবস্থান করতে পারবে। হল প্রশাসন এ জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।’
সভায় ১৭টি হলের প্রাধ্যক্ষসহ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবাসিকতা থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীরা হলে অবস্থান করতে পারবেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে হল প্রাধ্যক্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী রোববার সকাল ১০টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। এরপর হলগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় তল্লাশি চালানো হবে। তল্লাশি চালিয়ে হলগুলো নিরস্ত্র করে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেওয়া হবে। এর আগে ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত করা হবে।’
অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘যাদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ দিন অতিক্রম হয়েছে, তাদেরও হল ত্যাগ করতে হবে। হলে কোনোভাবেই কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি হল ত্যাগ না করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।’
আবাসিক ছাত্রলীগ নেতা-কর্মীদের হলে থাকার বিষয়ে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক বলেন, ‘যারা হলের আবাসিক শিক্ষার্থী, যারা বৈধ পন্থায় হলে সিট পেয়েছে তারা হলে থাকতে পারবে। সে যেই দলই করুক না কেন। তবে কারও বিরুদ্ধে যদি ফৌজদারি, রাষ্ট্রবিরোধী কিংবা মানবতাবিরোধী কোনো অভিযোগ থাকে তাহলে তার ভিত্তিতে হল প্রশাসন চাইলে তার আবাসিকতা বাতিল করতে পারে। অন্যথায় তারা হলেই অবস্থান করতে পারবে। হল প্রশাসন এ জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।’
সভায় ১৭টি হলের প্রাধ্যক্ষসহ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৩০ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩২ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে