লালপুর (নাটোর) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-ও (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা ও ঈগল প্রতীকের দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ভোরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় শামিয়ানা দিয়ে তৈরি নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প থেকে প্রচারণা চালানোর পর কর্মী সমর্থকেরা বাড়িতে চলে যান। মঙ্গলবার ভোরে নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ঈগল মার্কার ক্যাম্পের কিছু অংশের কাপড় ও নৌকা মার্কার টেবিলের কাপড় পুড়ে যায়।
এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা) এবং সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (ঈগল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকার কর্মী লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জয় বলেন, বর্তমান সংসদ সদস্য সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে নৌকা প্রতীকের গণজোয়ার দেখে প্রতিহিংসায় প্রতিদ্বন্দ্বী দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে।
ঈগলের কর্মী ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস মল্লিক বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের কর্মীরা বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন। তা দেখে প্রতিপক্ষ প্রার্থীর দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আতঙ্ক দৃষ্টি করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বতন্ত্র প্রার্থীর ঈগলের ক্যাম্পে বেশি পুড়ে গেছে আর নৌকার প্রার্থীর ক্যাম্প কম পুড়েছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, নৌকা ও ঈগলের পাশাপাশি দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-ও (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা ও ঈগল প্রতীকের দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ভোরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় এলাকায় শামিয়ানা দিয়ে তৈরি নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প থেকে প্রচারণা চালানোর পর কর্মী সমর্থকেরা বাড়িতে চলে যান। মঙ্গলবার ভোরে নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ঈগল মার্কার ক্যাম্পের কিছু অংশের কাপড় ও নৌকা মার্কার টেবিলের কাপড় পুড়ে যায়।
এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা) এবং সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (ঈগল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকার কর্মী লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জয় বলেন, বর্তমান সংসদ সদস্য সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে নৌকা প্রতীকের গণজোয়ার দেখে প্রতিহিংসায় প্রতিদ্বন্দ্বী দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে।
ঈগলের কর্মী ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস মল্লিক বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের কর্মীরা বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন। তা দেখে প্রতিপক্ষ প্রার্থীর দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আতঙ্ক দৃষ্টি করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বতন্ত্র প্রার্থীর ঈগলের ক্যাম্পে বেশি পুড়ে গেছে আর নৌকার প্রার্থীর ক্যাম্প কম পুড়েছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, নৌকা ও ঈগলের পাশাপাশি দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
২০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৬ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে