জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় উত্তম কুমার ঘোষ (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাঁচবিবি-জয়পুরহাট রোডের একটি বাসের ভেতরে টাকা দাবির ঘটনায় শহরের পাঁচুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোড এলাকার মৃত ধীরেন্দ্রনাথ ঘোষের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, নওগাঁ জেলার রানীনগর এলাকার শরীফুল, তৌফিকসহ তিনজন ব্যক্তি পাঁচবিবি থেকে বাস যোগে জয়পুরহাটের দিকে আসছিলেন। পথিমধ্যে বাসের ভেতরে উত্তম নামের ব্যক্তি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। তিনি শরীফুলসহ তাঁর সঙ্গীদের শরীর তল্লাশি করতে চান। এই বলে যে, তাঁদের কাছে মাদকদ্রব্য আছে। এরই মধ্যে বাসটি জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে চলে আসে। তখন উত্তম তাঁদের পাঁচুর মোড়ের অদূরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যান।
আলমগীর জাহান আরও বলেন, একপর্যায়ে তাঁদের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন উত্তম কুমার। টাকা না দিলে, তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন। এ সময় তাঁদের কাছে থাকা ১ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেন এবং বাড়ি থেকে অবশিষ্ট টাকা আনতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে শরীফুলের স্বজন তৌফিক কৌশলে প্রস্রাব করতে যাওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে থানার মোবাইল নম্বরে সংগ্রহ করে পুলিশে খবর দেন।
পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে ঘটনাস্থল থেকে উত্তমকে আটক করে থানায় নিয়ে যান। পরে তৌফিক বাদী হয়ে মামলা করলে, পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জয়পুরহাটে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় উত্তম কুমার ঘোষ (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাঁচবিবি-জয়পুরহাট রোডের একটি বাসের ভেতরে টাকা দাবির ঘটনায় শহরের পাঁচুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোড এলাকার মৃত ধীরেন্দ্রনাথ ঘোষের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, নওগাঁ জেলার রানীনগর এলাকার শরীফুল, তৌফিকসহ তিনজন ব্যক্তি পাঁচবিবি থেকে বাস যোগে জয়পুরহাটের দিকে আসছিলেন। পথিমধ্যে বাসের ভেতরে উত্তম নামের ব্যক্তি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। তিনি শরীফুলসহ তাঁর সঙ্গীদের শরীর তল্লাশি করতে চান। এই বলে যে, তাঁদের কাছে মাদকদ্রব্য আছে। এরই মধ্যে বাসটি জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে চলে আসে। তখন উত্তম তাঁদের পাঁচুর মোড়ের অদূরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যান।
আলমগীর জাহান আরও বলেন, একপর্যায়ে তাঁদের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন উত্তম কুমার। টাকা না দিলে, তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন। এ সময় তাঁদের কাছে থাকা ১ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেন এবং বাড়ি থেকে অবশিষ্ট টাকা আনতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে শরীফুলের স্বজন তৌফিক কৌশলে প্রস্রাব করতে যাওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে থানার মোবাইল নম্বরে সংগ্রহ করে পুলিশে খবর দেন।
পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে ঘটনাস্থল থেকে উত্তমকে আটক করে থানায় নিয়ে যান। পরে তৌফিক বাদী হয়ে মামলা করলে, পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে