শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমসংখ্যক ভোট পেয়েছেন। গতকাল বুধবার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্রের ফলাফল আলাদা আলাদাভাবে উপজেলায় পাঠানো হয়। এরপর সব কেন্দ্রর ভোট যোগ করে দুই প্রার্থীর একই সংখ্যা পাওয়া যায়। তাই বেসরকারিভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ৭ হাজার ১৬ জন। গতকাল নির্বাচনে ৫ হাজার ২২৫ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ১৭২টি ভোট অবৈধ বা নষ্ট হলে ৫ হাজার ৫৩টি ভোট বৈধ ঘোষণা করা হয়। এতে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য প্রার্থী শাহিন আলম খাজা এবং ভ্যানগাড়ি প্রতীক নিয়ে একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ আব্দুল মান্নান ১ হাজার ১২৪ ভোট করে পান। এ ছাড়াও ওই ওয়ার্ডে আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪১-এর উপবিধি (৬) অনুযায়ী সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মাঝে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদস্য প্রার্থী আলহাজ আব্দুল মান্নান বলেন, ‘ভোট পুনর্গণনা করা হলে আমি নিশ্চিত বিজয়ী হব। এ জন্য রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করলেও গ্রহণ করা হয়নি।’
উপজেলা নির্বাচন অফিসার মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, ৪টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ করে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনর্গণনার কোনো সুযোগ নেই। এই ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হবে। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তী সময়ে শুধু এই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমসংখ্যক ভোট পেয়েছেন। গতকাল বুধবার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্রের ফলাফল আলাদা আলাদাভাবে উপজেলায় পাঠানো হয়। এরপর সব কেন্দ্রর ভোট যোগ করে দুই প্রার্থীর একই সংখ্যা পাওয়া যায়। তাই বেসরকারিভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ৭ হাজার ১৬ জন। গতকাল নির্বাচনে ৫ হাজার ২২৫ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ১৭২টি ভোট অবৈধ বা নষ্ট হলে ৫ হাজার ৫৩টি ভোট বৈধ ঘোষণা করা হয়। এতে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য প্রার্থী শাহিন আলম খাজা এবং ভ্যানগাড়ি প্রতীক নিয়ে একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ আব্দুল মান্নান ১ হাজার ১২৪ ভোট করে পান। এ ছাড়াও ওই ওয়ার্ডে আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪১-এর উপবিধি (৬) অনুযায়ী সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মাঝে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদস্য প্রার্থী আলহাজ আব্দুল মান্নান বলেন, ‘ভোট পুনর্গণনা করা হলে আমি নিশ্চিত বিজয়ী হব। এ জন্য রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করলেও গ্রহণ করা হয়নি।’
উপজেলা নির্বাচন অফিসার মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, ৪টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ করে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনর্গণনার কোনো সুযোগ নেই। এই ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হবে। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তী সময়ে শুধু এই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
৪ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
১৫ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
২২ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৪ মিনিট আগে